জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্নীতিবিরোধী সব ভাষণ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২ মে) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।
আগামী ৪ সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা সচিব, আর্কাইভ অধিদপ্তরের ডিজিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।একইসঙ্গে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে মন্ত্রিপরিষদ সচিব ও শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
পাশাপাশি আর্কাইভ অধিদপ্তরের কাছে থাকা বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী সব ভাষণের অডিও, ভিডিও আগামী ৩০ দিনের মধ্যে আদালতে হলফনামা আকারে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি দুদককে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
এ সময় আদালতে উপস্থিত ছিলেন- দুদকের জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশিদ আলম খান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।
উম্মাহ২৪ডটকম: আইএএ