Home ধর্মীয় প্রশ্ন-উত্তর জুমার খুতবা প্রসঙ্গে দু’টি প্রশ্নের জবাব

জুমার খুতবা প্রসঙ্গে দু’টি প্রশ্নের জবাব

প্রশ্ন: (ক) ইমাম সাহেবের জন্য খুতবা দেখে, না মুখস্ত পাঠ করা উত্তম?
(খ) ইমাম সাহেব খুতবা মুখস্ত দেওয়ার সময় হঠাৎ ভুল হলে বা ভুল খুতবা দিলে, তখন এর মাঝখানে কেউ লোকমা দিতে পারব কি? এতে চুপ থাকার ওয়াজিব তরকের গুনাহ হবে কি?
————- এম আকাশ, চিনকী মাওলা, খন্দকিয়া, হাটহাজারী, চট্টগ্রাম।

জবাব: (ক) ইমাম সাহেব বিশুদ্ধ ও সাবলীলভাবে যেভাবে খুতবা দিতে স্বাচ্ছন্দবোধ করবেন, সেভাবেই খুতবা দিবেন। দেখে বা মুখস্ত খুতবা দেওয়ার বিষয়ে শরীয়তে এতে কোন ধরাবাঁধা নিয়ম নেই। তবে দেখে খুতবা দেওয়াই উত্তম। কারণ, এতে খুতবা আগে থেকে প্রস্তুুতি নিয়ে গোছানো ভাষায় তৈরি করা যায় এবং ভুল হওয়ার আশংকাও থাকে না।

(খ) খুতবা চলাকালীন সময়ে ইমাম সাহেব যদি কুরআন বা হাদীসের ভুল উদ্ধৃতি দিতে শুরু করেন, তাহলে লোকমা দিতে হবে। এছাড়াও ইমাম সাহেব যদি কোথাও এমনভাবে আটকে পড়েন যে- সামনে এগুতে পারছেন না, অথবা তিনি নিজেই কোথাও আটকে গিয়ে ইশারা-ইঙ্গিতে লোকমা আহ্বান করছেন, এমন পরিস্থিতিতে লোকমা দেওয়া যাবে। তবে খুতবার সাধারণ ভুলের জন্য লোকমা দেওয়ার প্রয়োজন নেই।

আরো বিস্তারিত জানতে- ফাতাওয়ায়ে শামী-৩/৩৪-৩৫, ফাতাওয়ায়ে আলগীরী-১/১৪৭, আহসানুল ফাতাওয়া-৪/১৪১ দেখা যেতে পারে।

জবাব লিখেছেন- আল্লামা মুফতি জসিমুদ্দীন

মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এবং সহকারী পরিচালক, জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম।