Home বিজ্ঞান ও প্রযুক্তি যাত্রার ৫৬ মিনিট আগে ধরা পড়লো যান্ত্রিক ত্রুটি: ভারতের চন্দ্রযানের যাত্রা স্থগিত

যাত্রার ৫৬ মিনিট আগে ধরা পড়লো যান্ত্রিক ত্রুটি: ভারতের চন্দ্রযানের যাত্রা স্থগিত

উম্মাহ অনলাইন: যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রার ৫৬ মিনিট আগে ভারতের চন্দ্রযান-২ এর যাত্রা স্থগিত করা হয়েছে। ভারতীয় মহাকাশ সংস্থা স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে মিডিয়া কর্মীদেরকে জানিয়েছেন।

চন্দ্রযান-২ উৎক্ষেপণের সময় দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের উপস্থিত থাকার কথা ছিল। উৎক্ষেপণের নতুন তারিখ এখনও জানানো হয় নি। ভারতের পরিকল্পনা অনুযায়ী চন্দ্রযান–২ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা ছিল। চন্দ্রযান-২ প্রকল্পের পেছনে ভারত ১৫ কোটি ডলার ব্যয় করেছে।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রধান কে শিবন বলেছেন, মহাকাশ সংস্থা এর আগে এত জটিল অভিযান চালায়নি। যাত্রা সফল হলে এ বছরের সেপ্টেম্বর মাসের শুরুতে চন্দ্রযানের চাঁদের দক্ষিণে পৌঁছানোর কথা ছিল। ২০০৮ সালে ভারত প্রথম মহাকাশযান চন্দ্রযান-১ উৎক্ষেপণ করে।

তবে এটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে নি। চন্দ্রযান-২ অভিযানে খুবই শক্তিশালী রকেট ব্যবহার করা হচ্ছে। এই রকেটের ওজন ৬৪০ টন। উচ্চতা ১৪৪ ফুট। এটি ১৪ তলা ভবনের সমান উঁচু। মহাকাশযানটির ওজন ২ হাজার ৩৭৯ কেজি।

দেশের প্রতিটি মানুষ ঘর পাবে, জমি পাবে: প্রধানমন্ত্রী