Home স্বাস্থ্য ও চিকিৎসা আারও ৫৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫১৯

আারও ৫৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫১৯

নিজস্ব প্রতিনিধি :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৮২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৫১৯ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট তিন লাখ দুই হাজার ১৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে তিন হাজার ৪২৭ জন। এ নিয়ে দেশে মোট এক লাখ ৯০ হাজার ১৮৩ জন করোনা থেকে সুস্থ হলেন।

বুধবার ( ২৬ আগষ্ট ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯২টি ল্যাবে ১৫ হাজার ৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৮৩৫টি।


আরও পড়তে পারেন-

* ৭০ টাকার অক্সিজেনের বিল লাখ টাকা

* বৈশ্বিক করোনা মহামারির গতি কমলেও দক্ষিণ-পূর্ব এশিয়ায়
বেড়েছে

* দেশজ ভ্যাকসিন ব্যবহারে ছাড়পত্র চিন সরকারের

* প্লাজমা থেরাপির কার্যকারিতার প্রমাণ খুবই কম : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

২৪ ঘণ্টায় নতুন ৫৪ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৩৯ জন ও নারী ১৫। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন তিন হাজার ২০৮ জন ও নারী ৮৭৪ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আটজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন ও ষাটোর্ধ্ব ২৯ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে নয়জন, রাজশাহী বিভাগে চারজন, বরিশাল বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন ও রংপুর বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে দুজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪৯ জন ও বাড়িতে পাঁচজন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ । প্রথম সনাক্ত ৮মার্চ।  ##

উম্মাহ২৪ডটকম:এফইউবি

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।