Home ধর্মীয় প্রশ্ন-উত্তর নিজের অবস্থান থেকে কতটুকু দূরে পানি হলে তায়াম্মুম জায়েয হবে?

নিজের অবস্থান থেকে কতটুকু দূরে পানি হলে তায়াম্মুম জায়েয হবে?

প্রশ্ন: তাসলীম বাদ, মুহতারাম মুফতী সাহেব হুজুর, ফিক্বহার কিতাব সমূহে উল্লেখ আছে যে, যদি কোনো ব্যক্তির অবস্থান স্থল থেকে পানি এক মাইল দূরে থাকে, তার জন্য তায়াম্মুম জায়েয আছে। এখন আমার প্রশ্ন হলো- ১,৭৬০ গজের এক মাইল না অন্য কোনো হিসাবের এক মাইল? এবং বর্তমানে কিলোমিটারের হিসাবে পানি কতটুকু দূরে হলে তায়াম্মুম জায়েয? 

– কুমিল্লা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাদরাসার ছাত্র ।

উত্তরঃ প্রিয় তালিবে ইলম, তায়াম্মুমের আলোচনায় কিতাবে যে মাইলের কথা উল্লেখ করা হয়েছে, এর দ্বারা ১,৭৬০ গজের মাইল উদ্দেশ্য  নয়। এখানে মাইল দ্বারা শরয়ী মাইল উদ্দেশ্য। যার পরিমান ২,০০০ (দুই হাজার) গজ । যা আমাদের প্রচলিত মাইল থেকে ২৪০ গজ বেশী।

বর্তমানে কিলোমিটার হিসাবে শরয়ী এক মাইলের পরিমান হলো ১ কিলোমিটার ৮২৮ মিটার ও ৮০ সেন্টিমিটার।

তথ্যসূত্র:

  • ফাতাওয়ায়েআলমগীরিয়্যা, খণ্ড-১, পৃষ্ঠা-২৭
  • আদ্দুরুল মুখতার মাআ’শশামী,খণ্ড-১, পৃষ্ঠা-২৩৩
  • খাইরুলফাতাওয়া, খণ্ড-২, পৃষ্ঠা-১২৬
  • আল আওযানুলমাহমূদা, পৃষ্ঠা-৯৪

ফতোয়া দিয়েছেন- মুফতী মুহিউদ্দীন মাসুম

প্রধান মুফতী- জামিয়া সুবহানিয়া মাহমূদনগর, তুরাগ, ঢাকা ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।

উম্মাহ২৪ডটকম:এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।