Home ধর্মীয় প্রশ্ন-উত্তর গাড়ীর জন্য বায়না করে পরে ক্রয় করতে ইচ্ছুক না হলে শরীয়তের বিধান

গাড়ীর জন্য বায়না করে পরে ক্রয় করতে ইচ্ছুক না হলে শরীয়তের বিধান

প্রশ্ন: তাসলীম বাদ, মুহতারাম মুফতী সাহেব হুজুর, আমার সাথে সম্পর্ক রাখেন- এমন দু’ ব্যক্তির মাঝে একটি গাড়ীর ক্রয়-বিক্রয় নিয়ে সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি হলো, তাদের মাঝে একজন হলো গাড়ীর মালিক। তিনি তার গাড়ীটি বিক্রি করবেন। অপরজন ক্রয়ের জন্য ইচ্ছুক। তিনি গাড়ী দেখে পছন্দ করেছেন এবং দু’ পক্ষ কথাবার্তা বলে মূল্যও নির্ধারণ করেছেন। অত:পর ক্রেতা বায়নাস্বরূপ কিছু টাকাও দিয়েছেন।

এখন ক্রেতা পক্ষ বলছেন, এ গাড়ী তিনি নিবেন না। তিনি অন্য একটা গাড়ী কিনে নিয়েছেন। বিক্রেতা চাইতেছেন বায়না স্বরূপ যে টাকাগুলো নিয়েছেন সে টাকা ফেরত না দিতে। শরীয়তের দৃষ্টিতে এটা জায়েয হবে কী?

– আর, রহমান, সিলেট।  

উত্তরঃ ক্রেতার কর্তব্য সদাচরণের মাধ্যমে বিক্রেতাকে জানানো যে, আমি গাড়ী নিবো না। আমাদের মাঝে যে বেচাকেনা হয়েছে, তা আমি রহিত করলাম। বিক্রেতার কর্তব্য, তা গ্রহণ করে নেয়া। এবং বায়নাস্বরূপ যে টাকাগুলো নিয়েছেন- তা ফেরত দেয়া। এ টাকাগুলো রেখে দেয়া তার জন্য জায়েয হবে না।

প্রমাণে-

  • ইবনে মাজা শরীফ,খণ্ড-১, পৃষ্ঠা- ১৫৮
  • হাশিয়াতু  ইবনে মাজা- ৪, পৃষ্ঠা- ১৫৮
  • বাখলুল মাজহুদ, খণ্ড- ৫, পৃষ্ঠা- ২৮৭ (মুলতান)
  • ফাতাওয়ায়ে মাহমূদিয়্যা, খণ্ড- ২৪, পৃষ্ঠা- ২০১-২০৪

ফতোয়া দিয়েছেন- মুফতী মুহিউদ্দীন মাসুম

প্রধান মুফতী- জামিয়া সুবহানিয়া মাহমূদনগর, তুরাগ, ঢাকা ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।

উম্মাহ২৪ডটকম:এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।