Home ধর্মীয় প্রশ্ন-উত্তর নামাযরত অবস্থায় অট্টহাসি দিলে কি অযূ ভেঙ্গে যায়?

নামাযরত অবস্থায় অট্টহাসি দিলে কি অযূ ভেঙ্গে যায়?

প্রশ্ন: তাসলীম বাদ , মুহতারাম মুফতী সাহেব হুজুর , যদি কোনো ব্যক্তি নামাযরত অবস্থায় অট্টহাসি দেয়, তাতে নাকি নামায ভঙ্গ হওয়ার সাথে সাথে অজুও ভঙ্গ হয়ে যায়; কথাটি কতটুকু সঠিক- জানালে উপকৃত হব।

– মুহাম্মদ বশীর আহমদ, কেরানীগঞ্জ , ঢাকা।

উত্তর: হ্যাঁ, শরীয়তের দৃষ্টিতে মাসআলাটি এ রকমই। জানাযার নামায ছাড়া অন্য সকল নামাযে যদি কোনো ব্যক্তি নামাযরত অবস্থায় অট্টহাসি দেয়, তাতে তার নামায, অজু দুটিই ভঙ্গ হয়ে যাবে। জানাযার নামাযে অট্টহাসির দ্বারা নামায নষ্ট হবে; তবে অজু ভঙ্গ হবে না।

  • আদ্দুররুল মুখতার মাআ’শ শামী, খণ্ড-১, পৃষ্ঠা-১৪৪-১৪৫ (সাইদ)
  • ফাতাওয়ায়ে আলমগীরিয়্যা, খণ্ড -১, পৃষ্ঠা-১২
  • সিআ’য়া, খণ্ড-১, পৃষ্ঠা-২৪৪-২৪৫ (সুহাইল)

ফতোয়া দিয়েছেন- আল্লামা মুফতি জসিমুদ্দীন

মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ও সহযোগী পরিচালক- জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী, চট্টগ্রাম।

উম্মাহ২৪ডটকম:এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।