।। মুফতি জাকির হোসাইন কাসেমী ।।
প্রতিবেশীর হক: যার মধ্যে সাধারণ মুসলমান ছাড়াও আরো কোন বিশেষত্ব থাকবে তার হক্ আরও কিছু বেড়ে যায়। উদাহরণতঃ প্রতিবেশী। তাদের হক হলো-
(১) তাদের প্রতি ইহ্সান ও বন্ধসূলভ আচরণ করা।
(২) তাদের সন্তান-সন্ততি ও পরিবার-পরিজনের ইজ্জত-আব্রু রক্ষা করা।
(৩) মাঝে মাঝে তাদের বাড়ীতে হাদিয়া তুহ্ফা, উপহার প্রেরণ করতে থাকা। বিশেষতঃ যখন তারা খাদ্য সংকটে পড়ে, তখন কম বেশী তাদেরকে অন্ন দান করা।
(৪) তাদেরকে কোন প্রকার কষ্ট না দেওয়া। ছোটখাট ব্যাপার নিয়ে বাড়াবাড়ি না করা। তাদের কষ্ট লাঘবের জন্য শরীয়ত প্রতিবেশীর হক্ প্রতিষ্ঠা করেছে। উলামায়ে কিরাম বলেন, বাড়ীতে অবস্থানকালে যেমন প্রতিবেশী হয়, তেমনি সফরের সঙ্গীও প্রতিবেশীর সমতুল্য।
হাদীস শরীফে একজনকে ‘জারে মাক্বাম’ বা স্থায়ী প্রতিবেশী অন্যজনকে ‘জারে বাদিয়াহ্’ বা ভ্রাম্যমান, অস্থায়ী প্রতিবেশী বলা হয়েছে। তার হকও স্থায়ী প্রতিবেশীর হকের মত। তার হকের সারকথা হলো-
নিজের আরাম আয়েশের উপর তার আরাম আয়েশকে প্রাধান্য দেওয়া। অনেকে যানবাহনে ভ্রমণকালে মুসাফিরদের সাথে দ্বন্দ্ব, দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত হয়, যা অত্যন্ত গর্হিত কাজ।
এতীম, অনাথ ও অসহায়-দুর্বলদের হক
যারা পরনির্ভরশীল যেমন, এতীম, অসহায়, কর্মে অক্ষম, অনাথ, দুর্বল, মিসকীন, রুগী, প্রতিবন্ধী, মুসাফির অথবা ভিক্ষুক। তাদের অতিরিক্ত কিছু হক্ রয়েছে।
(১) তাদেরকে অর্থনৈতিক সেবা প্রদান করা।
(২) নিজ হাতে তাদের কাজ করে দেওয়া।
(৩) তাদের প্রতি সমবেদনা প্রকাশ ও শান্তনা প্রদান করা।
(৪) তাদের অভাব-অভিযোগ ও আবেদন-নিবেদনকে প্রত্যাখ্যান না করা।
লেখক: মুহাদ্দিস- জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা, খতীব- তিস্তা গেট জামে মসজিদ টঙ্গী, গাজীপুর, উপদেষ্টা- উম্মাহ ২৪ ডটকম এবং কেন্দ্রীয় অর্থসম্পাদক- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।ই-মেইল- muftijakir9822@gmail.com
উম্মাহ২৪ডটকম: এমএ