Home ধর্মীয় প্রশ্ন-উত্তর পাগড়ি পরে প্রস্রাব-পায়খানা করা জায়েয হবে কি?

পাগড়ি পরে প্রস্রাব-পায়খানা করা জায়েয হবে কি?

প্রশ্ন: মাথায় পাগড়ী পরা অবস্থায় প্রস্রাব-পায়খানা করা কি ঠিক? উন্মুক্ত মাথায় প্রস্রাব-পায়খানা করা কি সুন্নাতের খেলাফ? পাগড়ীর শামলা কি পরিমাণ লম্বা হতে পারে? এক হাতের চেয়ে বেশী লম্বা রাখলে কি নাজায়েয হবে?

– মুহাম্মদ আল আমীন, ইন্দুরহাট, নেছারাবাদ, পিরোজপুর।

আরও পড়তে পারেন-

উত্তর: পাগড়ী মাথায় প্রস্রাব-পায়খান করা বেঠিক হওয়ার কিছু নেই। কারণ পাগড়ী আমাদের জন্য দায়েমী সুন্নাত। পাগড়ী, টুপি বা যে কোন কাপড় দিয়ে মাথা ঢেকে প্রস্রাব-পায়খানায় যাওয়া মুস্তাহাব। উন্মুক্ত মাথায় যাওয়া ঠিক নয়। শরীয়তের ভাষ্য মতে পাগড়ীর শামলার সর্বনি¤œ পরিমাণ চার আঙ্গুল এবং সর্বোচ্চ এক হাত হওয়া বিধেয়। এক হাতের চাইতে বেশী হওয়া সুন্নাত পরিপন্থী ও মাকরূহে তানজীহী। আর অহংকার ও তাকাব্বুর প্রকাশার্থে এক হাতের চাইতে লম্বা করা হারাম। (উমদাতুল ক্বারী-২১/৩০৭, মিরক্বাত-৮/১৪০, হাশিয়ায়ে তিরমিযী-১/৩০৪, শরহে তিরমিযী-৩/৪৯, তানযীমুল আকতাত-৩/১৩, ২৭৬ পৃষ্ঠা, শামায়েলে তিরমিযী)।

উত্তর দিয়েছেন- আল্লামা মুফতি জসিমুদ্দীন

মুফতি, মুহাদ্দিস, মুফাসসীর ও সহকারী পরিচালক-
জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।