Home রাজনীতি ছাত্র জমিয়ত কর্মীদেরকে শ্রেষ্ঠত্বের আসন অলংকৃত করতে হবে: আল্লামা নূর হোসাইন কাসেমী

ছাত্র জমিয়ত কর্মীদেরকে শ্রেষ্ঠত্বের আসন অলংকৃত করতে হবে: আল্লামা নূর হোসাইন কাসেমী

দীর্ঘ প্রতিক্ষার পর নতুন আঙ্গিকে চালু হল ছাত্র জমিয়ত বাংলাদেশের ওয়েবসাইট

ছাত্র জমিয়তের ওয়েব সাইট উদ্বোধ করছেন জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। ছবি- উম্মাহ।
মাহফুজুর রহমান ইয়ামিন: ওয়েবসাইট উদ্বোধন করেন জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী। জমিয়ত মহাসচিব এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে ছাত্র জমিয়ত বাংলাদেশ আরেকধাপ এগিয়ে গেল। শুধু ওয়েবসাইট নয়, ছাত্র জমিয়ত কর্মীদেরকে শ্রেষ্ঠত্বের আসন অলংকৃত করতে হবে।  ছাত্রসমাজের কাছে ছাত্র জমিয়তের আদর্শ তুলে ধরতে বেশি ভূমিকা পালন করবে এই ওয়েবসাইট। আল্লাহ যেন ছাত্র জমিয়তের সকল নেতাকর্মীকে কবুল করেন এবং নিষ্ঠা ও সাহসিকতার সাথে কাজ করার তৌফিক দান করেন।
ওয়েবসাইট উদ্বোধন পূর্ব আলোচনায় সভাপতির বক্তব্য রাখেন মাওলানা সাইফুর রহমান। তিনি সভাপতির বক্তব্যে কৃতজ্ঞতা আদায় করে বলেন, যাদের মেধা শ্রম ও সার্বিক সহযোগিতার মাধ্যমে আজ এই ওয়েবসাইটটি নতুন আঙ্গিকে আলোর মুখ দেখলো, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। বিশেষ করে ওয়েব সাইটের ফাইন্যান্স যোগানদাতা ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সহ-সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে’র যুব বিষয়ক সম্পাদক (Syed Riaz Ahmad) মুফতি সৈয়দ রিয়াজ আহমদ এবং জমিয়তে উলামায়ে ইসলাম ইতালির নেতা মাওলানা শাহানুর আহমাদ ৷
ছাত্র জমিয়তের সভাপতি সাইফুর আরো বলেন ,মুফতি সৈয়দ রিয়াজ আহমেদ চট্টগ্রাম জেলা সভাপতি থাকাকালিন আমি তাঁর সহকর্মী ছিলাম৷ তাঁর আন্তরিকতা ও  নিষ্ঠা এবং  জমিয়তপ্রেম দেখে আমরা অভিভূত হতাম৷ প্রবাসে যেয়েও তিনি ছাত্র জমিয়ত বাংলাদেশকে সার্বিক সহযোগিতা ও সার্বক্ষণিক খোঁজখবর নিতেন-নিচ্ছেন ৷ তারই ধারাবাহিকতায় বিগত সময় একটি ওয়েবসাইট ওপেন করা হয়েছিল সেটার সম্পূর্ণ খরচও তিনি বহন করেছিলেন৷ এরপর আমাদের নতুন কমিটি দায়িত্বে আসার পর তিনি নতুন এবং মানসম্মত একটি ওয়েবসাইট করার জন্য বারবার তাগাদা দিতে থাকেন ৷ অবশেষে নতুন আঙ্গিকে নতুন সাজে বিজয়ের এই মাসে ওয়েবসাইটটি উদ্বোধন করা হলো ৷ তিনি বলেন, আমি মুফতি সৈয়দ রিয়াজ এবং  মাওলানা শাহনূর সাহেবের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি৷ আল্লাহ রাব্বুল আলামীন তাঁদের কবুল করুন এবং ছাত্র জমিয়তের প্রতি তাদের ভালোবাসা আন্তরিকতা সার্বিক সহযোগিতা বৃদ্ধি করে দেন৷ আমীন৷
(এখন বিশ্বের যে কোনো জায়গা থেকে ক্লিক করুন-http://chhatrajamiat.com)
উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন, ছাত্র জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা এখলাছুর রহমান রিয়াদ। সঞ্চালনা করেন কেন্দ্রীয় সেক্রেটারি হুজায়ফা ইবনে ওমর। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি জাকির হুসাইন কাসেমী, মাওলানা সানাউল্লাহ মাহমুদী, যুব জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মাওলা, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি ইমরানুল বারী সিরাজী, যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় নেতা মুফতি আল আমিন কাসেমী, ছাত্র জমিয়ত বাংলাদেশ যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ খান, সাংগঠনিক সম্পাদক আহমদুল হক উমামা, তথ্য ও গবেষণা সম্পাদক শাহিদ হাতিমী, প্রচার সম্পাদক মাহফুজ রহমান ইয়ামিন, ঢাকা মহানগর ছাত্র জমিয়তের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ কাসেমী, প্রচার সম্পাদক নূর হোসেন সবুজ, মামুনুর রশিদ মামুন, সালমান বিন বিলালসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।