জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সন্ত্রাস ও হামলার দ্বারা শেখ হাসিনার বিচার থামানো যাবে না। তিনি শনিবার যুক্তরাষ্ট্রের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে (জেএফকে) এবং পরে শহরের গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে আয়োজিত কর্মসূচিতে এ মন্তব্য করেন।
স্থানীয় সময় বিকেল ৩টায় জেএফকে বিমানবন্দরে পৌঁছালে, সেখানে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা এনসিপি নেতারা হামলার শিকার হন—এমন অভিযোগ করেছেন আখতার হোসেন। বিমানবন্দর থেকে গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ করেন। একই সময়ে সেখানে বিএনপি, জামায়াতে ইসলামি ও এনসিপির নেতাকর্মীরাও জড়ো হয়ে শেখ হাসিনার বিচারের দাবি করে স্লোগান দেন।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
আখতার হোসেন বলেন, “শেখ হাসিনার গুলি আমাদের দমাতে পারেনি; আওয়ামী লীগের সন্ত্রাসী ও ফ্যাসিস্ট তৎপরতাও আমাদের দমাতে পারবে না। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার ও গণহত্যাকারী শেখ হাসিনার বিচার নিশ্চিতভাবে হবে।”
প্রতিবেদন সূত্রে জানা গেছে, এদিন বিমানবন্দর ও হোটেল সংলগ্ন এলাকায় উত্তেজনা ও টানাপোড়েন লক্ষ্য করা গেছে। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য ও উভয়পক্ষের বক্তব্য দেখে পরবর্তীতে ঘটনার স্বতঃসিদ্ধ পরিস্থিতি ও অভিযোগ–প্রতিযোগিতা নিয়ে আরও অনুসন্ধান করা প্রয়োজন হতে পারে।
উম্মাহ২৪ডটকম:আইএএ