Home স্বাস্থ্য ও চিকিৎসা ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, একদিনে রেকর্ড ২৬৫৩ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, একদিনে রেকর্ড ২৬৫৩ জন হাসপাতালে ভর্তি

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বুধবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২ হাজার ৬৫৩ জন। যা এখন পর্যন্ত একদিনে এ বছরের সর্বোচ্চ আক্রান্ত।

বুধবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানিয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১৬ জন মারা যান। একই সময়ে আরো ২ হাজার ৪১৮ জন হাসপাতালে ভর্তি হন।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২৭ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি ১ হাজার ৩২৬ জন।

আরও পড়তে পারেন-

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৮ হাজার ১৮৯ জন রোগী। এর মধ্যে ৪ হাজার ৭৬০ জন ঢাকায় এবং ৩ হাজার ৪২৯ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত মোট ৪০ হাজার ২৭০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৩১ হাজার ৯৩৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১৫ জনের।

সূত্র : ইউএনবি।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।