Home শীর্ষ সংবাদ জাতীয় নির্বাচন ঘিরে নিরাপত্তা বাড়ানো হচ্ছে ইসি এলাকায়

জাতীয় নির্বাচন ঘিরে নিরাপত্তা বাড়ানো হচ্ছে ইসি এলাকায়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা বাড়ানো হচ্ছে নির্বাচন কমিশন (ইসি) এলাকায়। সেজন্য ইসিতে প্রবেশে নতুন নির্দেশনা দিয়েছে কমিশন।

মঙ্গলবার ইসির নিরাপত্তা কর্মকর্তা জহুরা আক্তার বেগমের স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, ইসি ভবনে প্রবেশের সময় অফিসিয়াল পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় ঝুলিয়ে রাখতে হবে। অফিসিয়াল আইডি ছাড়া ইসি ভবনে প্রবেশ করা যাবে না।

আরও জানানো হয়, নির্বাচন ভবনে প্রবেশের সময় অফিসিয়াল নির্দেশনা থাকা সত্ত্বেও কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী অফিসের ইস্যুকৃত পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় ঝুলিয়ে রাখছেন না। ফলে নিরাপত্তাকর্মীদের বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে।

আরও পড়তে পারেন-

এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে আগামী ১৫ নভেম্বর (বুধবার) থেকে অফিসিয়াল আইডি ছাড়া নির্বাচন ভবনে প্রবেশ না করার জন্য এবং নির্বাচন ভবনে প্রবেশের সময় অফিসিয়াল পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় অবশ্যই ঝুলিয়ে রাখার জন্য অনুরোধ করা হয় নোটিশে।

যাদের অফিসিয়াল আইডি নেই তাদের সংশ্লিষ্ট অধিশাখা থেকে নির্বাচন ভবনে প্রবেশের সাময়িক অনুমতিপত্র নিয়ে তা সঙ্গে রাখতে হবে বলেও উল্লেখ করা হয় নোটিশে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।