Home আন্তর্জাতিক আল-শিফা হাসপাতালে নারীদের ‘হেনস্থা’ করেছে ইসরায়েলি সেনারা

আল-শিফা হাসপাতালে নারীদের ‘হেনস্থা’ করেছে ইসরায়েলি সেনারা

ছবি- আল জাজিরা থেকে সংগৃহীত

প্রায় এক সপ্তাহ অবরুদ্ধ করে রাখা হয় আল-শিফা হাসপাতাল; এসময় জরুরি বিভাগ, পানির পাম্পের ওপর গোলাবর্ষণ করে উত্তর গাজায় অবস্থান করা ইসরায়েলি সেনারা। এরপর আল শিফা হাসপাতালে ঢুকে সেটি খালি করারও নির্দেশ দিয়েছে আজ শনিবার। অথচ এ হাসপাতালে ছিল হাজার হাজার গুরুতর আহত রোগী, তাদের স্বজন ও আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত অনেক পরিবার।

অমানবিক এই কর্মকাণ্ডের মধ্যে বর্বরতার নতুন দৃষ্টান্ত বিশ্বের সামনে স্থাপন করেছে ইসরায়েল। 

আল শিফায় ছিলেন অনেক নারী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, রোগীদের স্বজন। হাসপাতাল ছাড়তে দেওয়ার আগে তাদের কাপড় খুলতে বাধ্য করে ‘দেহতল্লাশি’ চালায় ইসরায়েলি সেনারা।

আরও পড়তে পারেন-

হাসপাতাল ছেড়ে আসা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাংবাদিক জিহাদ আবু শানাব আল জাজিরাকে জানান, ওই অবস্থায় নারীদের কঠোর ‘জেরার’ সম্মুখীন করা হয়।

তিনি বলেন, ‘ অপমানজনকভাবে দেহ তল্লাশি করেছে সেনারা। অনেক নারীকে তাদের কাপড় খুলতে বাধ্য করেছে। এসব মারাত্মক লজ্জাজনক ঘটনা।’

জিয়াদ বলেন, ‘হাসপাতালে থাকা অনেক বেসামরিক নাগরিককে দ্বিতীয় তলায় জিম্মি করে রাখা হয়। তাদেরকে খাদ্য বা পানি কিছুই দেওয়া হয়নি, এবং চরমভাবে অপমান ও লাঞ্ছনা করা হয়েছে।’

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।