Home আন্তর্জাতিক সহিংসতা নিরাপত্তা আনতে পারে না: চীন

সহিংসতা নিরাপত্তা আনতে পারে না: চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন।

সহিংসতা সত্যিকারের নিরাপত্তা আনতে পারে না; অস্ত্রের ব্যবহার স্থায়ী শান্তি আনতে পারে না।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ সোমবার বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

আরও পড়তে পারেন-

তিনি বলেন, ইসরাইল ও হামাস সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর, ইতোমধ্যে তিন দফায় বন্দি-বিনিময় হয়েছে, যা ভালো খবর। যুদ্ধবিরতি বাস্তবায়ন ও উত্তেজনা হ্রাসের যে-কোনো প্রচেষ্টাকে চীন স্বাগত জানায়। সকল পক্ষকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৭১২ নম্বর প্রস্তাবসহ সংশ্লিষ্ট সিদ্ধান্তসমূহ মেনে চলার আহ্বানও জানায় চীন।

মুখপাত্র আরও বলেন, সংশ্লিষ্ট সকল পক্ষের উচিত সত্যিকারের স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের জন্য কাজ করা।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।