Home আন্তর্জাতিক ‘হামাসকে ধ্বংস করা যাবে না’

‘হামাসকে ধ্বংস করা যাবে না’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসকে ধ্বংস করার যে প্রতিজ্ঞা ইসরাইল নিয়েছে, তা অর্জন করা সম্ভব নয়। হামাস কোনো ব্যক্তি বা সরঞ্জাম এবং কোনো অবকাঠামোর তালিকায় নয় যে তা ধ্বংস করা যাবে, বরং এটি একটি ব্র্যান্ডের নাম, একটি ধারণার নাম। 

ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টি ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন লেবানিজ-আমেরিকান গবেষক হুসেন ইবিশ। হামাসকে ধ্বংস করার যে লক্ষ্য তা স্বল্প মেয়াদে অর্জন করা সম্ভব কিনা- এ প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

টানা দেড় মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক আগ্রাসনের পর গত ২৪ নভেম্বর একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল ও হামাস। চার দিনের এ যুদ্ধবিরতি দুবার বেড়ে ৭ দিনে গড়ালেও অষ্টম দিনে আবারও শুরু হয় যুদ্ধ। বিশ্ব যখন গাজা উপত্যকায় একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির আশা করছিল, এ সময় পুনরায় যুদ্ধের এ দামামা বেজে ওঠায় আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নেতানিয়াহু সরকার যে লক্ষ্যে এ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে তা স্বল্প সময়ে অর্জন করা সম্ভব না বলে মনে করছেন গবেষক হুসেন ইবিশ।

আরও পড়তে পারেন-

তিনি বলেন, ইসরাইল আক্রমণ চালিয়ে নিছক প্রতিশোধ নিতে চাইছে। ‘হামাসকে ধ্বংস করার’ লক্ষ্যে যুদ্ধ জয় সম্ভব নয়, কারণ হামাস একটি ব্র্যান্ডের নাম এবং একটি ধারণা; কোনও ব্যক্তি বা সরঞ্জাম এবং অবকাঠামোর তালিকা নয় যেটি হত্যা বা ধ্বংস করা যেতে পারে। ইসরাইল যা-ই করুক না কেন এ সংগঠন টিকে থাকবে।

ইবিশ বলেন, সুতরাং, ‘প্রশ্ন হল মূল যুদ্ধ শেষে গাজায় ইসরাইল কী করতে চায় এবং তাদের কাছে এ প্রশ্নের কোনও উত্তর নেই। তারা তা বিবেচনা করছে বলেও মনে হয় না। হামাস যোদ্ধাদের হত্যা করা এবং টানেল, তাদের সব সরঞ্জাম ও অবকাঠামো ধ্বংস করার আপ্রাণ চেষ্টার বাইরে তারা আর কিছু ভাবছে বলে আমার বিশ্বাস হয় না।

গাজা যুদ্ধে ইসরাইলের পরিকল্পনা বিষয়ে তিনি বলেন, কোনও রাজনৈতিক প্রেক্ষাপট ছাড়াই এ কাজ করছে ইসরাইল, যেটি যেকোনও যুদ্ধরত শক্তির জন্য একটি বিপর্যয়, কেননা ক্লজউইৎস (প্রুশিয়ান জেনারেল কার্ল ভন ক্লজউইৎজ) বলেছেন, যুদ্ধ হল অন্য উপায়ে রাজনীতি।

এ যুদ্ধে হামাসের অবস্থানে নিয়ে ইবিশ বলেন, অন্যদিকে, হামাসের খুব স্পষ্ট একটি লক্ষ্য রয়েছে: সংগঠনটি চায় ইসরাইল গাজায় থাকুক, যাতে সময়ের সঙ্গে সঙ্গে দখলদার এ বাহিনীর বিরুদ্ধে তারা একটি বিদ্রোহ গড়ে তুলতে পারে। সংগঠনটিকে এখন ইসরাইলের বিরুদ্ধে একটি ‘চিরস্থায়ী যুদ্ধ রাষ্ট্র’ হিসেবে দেখা হচ্ছে।

চলমান এই যুদ্ধে হামাসের একটি স্পষ্ট রাজনৈতিক কাঠামো রয়েছে। শুধু ইসরাইলের সঙ্গে যুদ্ধই নয়, সংগঠনটি বিদ্রোহকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চায়, যা বিপজ্জনক। কেননা, এর অর্থ দাঁড়ায় গাজার জনগণ এবং সমাজের জন্য একটি তাত্ক্ষণিক ধ্বংসযজ্ঞ-তারা রক্তমাখা শার্ট ফেলে নিজেদের ফিলিস্তিনি জাতীয় আন্দোলনের একমাত্র বৈধ নেতা হিসেবে দাবি করবে। কেননা, গাজায় ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ন্ত্রণে তারা একাই প্রতিদিন ইসরাইলি দখলদার বাহিনীর সঙ্গে লড়াই করছে।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।