Home আন্তর্জাতিক গাজার নিয়ন্ত্রণ নেয়া প্রসঙ্গে যা বললেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী

গাজার নিয়ন্ত্রণ নেয়া প্রসঙ্গে যা বললেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী

গাজা শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলার পর বিলাপ করছেন এক ফিলিস্তিনি নারী। ২৫ অক্টোবর তোলা ছবি/ রয়টার্স।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী শতায়্যেহ বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ কখনো গাজাকে ছেড়ে যাবে না।

যুদ্ধ শেষ হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) গাজা উপত্যকার শাসনভার নিতে চায় কিনা- রোববার দোহা ফোরামে এমন প্রশ্নের জবাবে শতায়্যেহ এ কথা বলেন।

রোববার তিনি কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে বলেন, ‘আমরা রেডক্রস নই। এরা আমাদের জনগণ, এটা আমাদের ভূমি।’

তিনি বলেন, ‘গত ১৭ বছর এমনকি তার আগে ৩০ বছর ধরে পিএ গাজায় সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমরাই পানি, বিদ্যুৎ, পয়ঃনিষ্কাশন, শিক্ষা ও স্বাস্থ্যের দেখভাল করছি।’

আরও পড়তে পারেন-

এর আগে যুক্তরাষ্ট্র পরামর্শ দিয়েছিল যে, যদি গাজা যুদ্ধে ইসরাইল বিজয়ী হয় এবং হামাসে নির্মূল করতে পারে তবে যেন পিএ অবরুদ্ধ উপত্যকাটির নিয়ন্ত্রণ নেয়।

শতায়্যেহ উল্লেখ করেন, ‘আমরা এমন একটা পরিস্থিতি চাই যেখানে ফিলিস্তিনিরা ঐক্যবদ্ধ থাকবে। হামাসও ফিলিস্তিনি রাজনীতির অবিচ্ছেদ্য অংশ।’

তিনি বলেন, ‘আমি মনে করি এখন হামাসের উচিত ফিলিস্তিনি প্রেসিডেন্টের সাথে কথা বলা এবং তাকে বলা যে আমরা আপনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। আপনি ফিলিস্তিনি জনগণের বৈধ কর্তৃপক্ষ। আমরা একসাথে কাজ করতে চাই।’

সূত্র: আলজাজিরা।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।