Home আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সব ধর্মের মানুষকে উপহার দেয়া হচ্ছে পবিত্র কোরআন

কলকাতা বইমেলায় সব ধর্মের মানুষকে উপহার দেয়া হচ্ছে পবিত্র কোরআন

৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় পাঠকদের পবিত্র কোরআন উপহার হচ্ছে। মেলার শুরু থেকেই দ্য কোরআন স্টাডি সার্কেলের স্টলে বিভিন্ন ভাষায় অনূদিত কোরআনের প্রতিলিপিগুলো তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

শুধু তাই নয়, এতে কোরআন পাঠকদের মধ্যেও দেখা গেছে উচ্ছ্বাস। স্টলটির সামনে উপহারের কোরআন গ্রহণের জন্য ভীড় জমাচ্ছেন তারা।

ফলে কলকাতা বইমেলায় এই প্রথম দ্য কোরআন স্টাডি সার্কেলের এমন উদ্যোগের প্রশংসা করছে সবাই।

আরও পড়তে পারেন-

দ্য কোরআন স্টাডি সার্কেলের কনভেনার মাওলানা মোহাম্মদ রাকিব সাহেব জানান, আল কুরআন একাডেমি লন্ডনের অনুবাদ করা বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, নেপালি-সহ প্রায় সাত ভাষায় অনূদিত কোরআন শরিফ বইমেলায় আগত আগ্রহী সব জাতি-ধর্ম-বর্ণ মানুষকে বিনামূল্যে উপহারস্বরূপ তুলে দেয়া হচ্ছে।

মাওলানা আবদুর রাকিব বলেন, পবিত্র কোরআন স্রষ্টার পক্ষ থেকে বিশ্বের সকল মানুষের জন্য প্রেরিত হয়েছে। সকল মানুষ যাতে স্রষ্টার এই বাণী পড়তে এবং বুঝতে সক্ষম হয়- সেজন্যই বিভিন্ন ভাষায় অনুবাদ করা কোরআন বিতরণের এই আয়োজন।

উপহারস্বরূপ কোরআন কারিম পেয়ে স্থানীয় এক পুলিশ কর্মী জানান, তিনি খুবই মনোযোগ সহকারে কোরআনের ওই প্রতিলিপিটি পড়বেন।

তিনি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে আয়োজকদের বলেন, আপনাদের এই প্রচেষ্টা আরো অনেক আগে থেকেই এবং দেশজুড়ে হওয়া উচিৎ ছিল।

সূত্র- পুবের কলম।

উম্মাহ২৪ডটকম: এসএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।