Home আন্তর্জাতিক ফিলিস্তিনিদের সমর্থনে ইউরোপজুড়ে বিক্ষোভ

ফিলিস্তিনিদের সমর্থনে ইউরোপজুড়ে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ইউরোপজুড়ে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি ব্রিটেন, ফ্রান্স, জার্মানিসহ ইউরোপীয় শহরগুলোতে এসব বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় লন্ডনের পোর্টল্যান্ড প্লেসসহ বিভিন্ন সড়কে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। গাজা যুদ্ধে ব্রিটিশ সরকারের কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভকারীরা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানায়।

তা ছাড়া ‘স্টপ দ্য জেনোসাইড ইন গাজা’, ‘সিজফায়ার’, ‘এন্ড টু দ্য সিজ অব গাজা’ বলে তারা স্লোগান দিতে থাকে।
এদিকে জার্মানির রাজধানী বার্লিনে ‘ফ্রিডম ফর প্যালেস্টাইন’ শীর্ষক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের আহ্বান জানায়। তা ছাড়া দেশটির ফ্রাংকফুর্ট, মিউনিখ, ডুসেলডর্ফ ও সারব্রুকেন শহরে বিক্ষোভ হয়।

আরও পড়তে পারেন-

এদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত বিক্ষোভে গাজা ইস্যুতে দেশটির সরকারের অবস্থানের সমালোচনা করা হয়। বিক্ষোভকারীরা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠাসহ গাজায় ইসরায়েল হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানায়।

তা ছাড়া গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে সুইজারল্যান্ডের জেনেভা, ইতালির মিলান, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, ফিনিশের রাজধানী হেলসিঙ্কিতে মিছিল হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও ফিলিস্তিনের সমর্থনে মিছিল হয়।

এতে ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের সমর্থনের নিন্দা এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গাজাপন্থী ছাত্রদের হয়রানির বিরুদ্ধে নিন্দা জানানো হয়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ১২০ দিন ধরে গাজা উপত্যকায় নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে আসছে ইসরায়েল। এতে ২৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়, যার মধ্যে অর্ধেকের বেশি শিশু ও নারী।

উম্মাহ২৪ডটকম: এসএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।