Home আন্তর্জাতিক সৌদি আরবে বসবাসকারীদের জন্য হজের নিবন্ধন শুরু

সৌদি আরবে বসবাসকারীদের জন্য হজের নিবন্ধন শুরু

গত শনিবার থেকে সৌদি আরবের নাগরিক এবং সেখানে বসবাসকারীদের হজের নিবন্ধন শুরু হয়েছে। ২০২৪ সালে হজ করতে আগ্রহী ব্যক্তিরা স্মার্টফোনের নুসুখ অ্যাপের মাধ্যমে এবং localhaj.haj.gov.sa ওয়েবসাইটে ঢুকে নিবন্ধন করতে পারবেন। অ্যাপ ও ওয়েবসাইটে ঢুকে হজের প্যাকেজগুলো দেখতে পারবেন।

হজের বুকিং নিশ্চিত হওয়ার ক্ষেত্রে আগে যারা হজ করেননি এমন ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হবে।

হজ নিবন্ধন ফি সৌদি নাগরিক ও সেখানে অবস্থানকারীরা দুইভাবে পরিশোধ করতে পারবেন : এক সঙ্গে পুরো ফি অথবা শর্তানুসারে কিস্তিতে তা পরিশোধ করা যাবে।

আরও পড়তে পারেন-

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় নিবন্ধন করার সময় নির্ভুল তথ্য প্রদান এবং প্যাকেজ নির্বাচনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এ ছাড়া একাধিক অ্যাপ চালু করতে একই মোবাইল ফোন নম্বর ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় স্থানীয় হাজিদের জন্য চার হাজার ৯৯ রিয়াল, আট হাজার ৯২ রিয়াল, ১০ হাজার ৩৬৬ রিয়াল এবং ১৩ হাজার ২৬৫ রিয়াল মূল্যের চারটি প্যাকেজ ঘোষণা করেছে।

অবশ্য ঘোষিত মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত হবে।

তথ্যসূত্র : আরব নিউজ

উম্মাহ২৪ডটকম: এসএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।