Home আন্তর্জাতিক কুয়েতে রমজানে অফিস ৪ ঘণ্টা

কুয়েতে রমজানে অফিস ৪ ঘণ্টা

কুয়েতে রমজান মাসে অফিস সময় চার ঘণ্টায় কমিয়ে এনেছে। সেইসাথে কাজের মূল্যায়নসাপেক্ষে কর্মঠদের বিশেষ বোনাসের ব্যবস্থায়ও থাকছে। অবশ্য সব অফিসে এই নিয়ম প্রযোজ্য নাও হতে পারে।

কুয়েতের সিভিল সার্ভিস কমিশনের (সিএসসি) আর্থিক ও প্রশাসনিকবিষয়ক খাতে রমজানে নতুন সময়সূচি কার্যকর হবে। তবে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানকে তাদের সার্বিক পরিস্থিতির আলোকে সময়সূচি নির্ধারণ করতে বলা হয়েছে।

আর্থিক ও প্রশাসনিকবিষয়ক খাতে ঘোষিত এই চার ঘণ্টা কাজের মধ্যেও ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। নারীরা আরো আধা ঘণ্টা কম কাজ করার সুযোগ পাবেন। পুরুষরা পাবেন ১৫ মিনিট কম কাজ করার সুযোগ।

ঘোষণায় বলা হয়েছে, নারীরা সকালে ১৫ মিনিট পরে অফিসে আসতে পারবেন এবং ১৫ মিনিট আগে ফিরতে পারবেন। আর পুরুষরা ১৫ মিনিট পরে অফিসে আসতে পারবেন।

আরও পড়তে পারেন-

রমজানে ছাড়ের সুযোগ এখানেই শেষ নয়। প্রতিটি কর্মীকে সর্বোচ্চ দুই ঘণ্টা এবং সর্বনিম্ন এক ঘণ্টা আংশিক অনুপস্থিত থাকার সুযোগও দেয়া হয়েছে।

আর্থিক ও প্রশাসনিকবিষয়ক খাতের সহকারী আন্ডারসেক্রেটারি সালাহ খালেদ আল-সাকাবি বলেছেন, যোগ্য কর্মীরা রমজানের সময় কর্ম দক্ষতার আলোকে বোনাসও পাবেন।

সূত্র : গালফ নিউজ এবং অন্যান্য

উম্মাহ২৪ডটকম: এসএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।