Home জাতীয় সুপ্রিম কোর্টে অবকাশ শুরু ১৯ ডিসেম্বর : জরুরি মামলা শুনানিতে বেঞ্চ গঠন

সুপ্রিম কোর্টে অবকাশ শুরু ১৯ ডিসেম্বর : জরুরি মামলা শুনানিতে বেঞ্চ গঠন

১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ থাকবে। অবকাশ, সরকার ঘোষিত ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে ১৪ দিন পর আগামী ২ জানুয়ারি থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরবেন সুপ্রিম কোর্ট।

এ সময়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বেশ কটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচাররতি মো. আবদুল মান্নানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে অতীব জরুরি দেওয়ানি মোশন বিষয়ে শুনানি ও নিষ্পত্তি করা হবে। ১ ফেব্রুয়ারি ২০২১ তারিখের পূর্বে দায়েরকৃত, স্থানান্তরিত বা চলমান সব প্রকার দেওয়ানি মোকদ্দমা বা কার্যধারা এ বেঞ্চেই শুনানি ও নিষ্পত্তি হবে।

আর বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে অতীব জরুরি সব প্রকার রিট মোশনসংক্রান্ত শুনানি হবে।

বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি মো. যাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংক্রান্ত বিষয়াদিসহ ডিভিশন বেঞ্চ গ্রহণযোগ্য অতীব জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল মঞ্জুরির আবেদন এবং এসংক্রান্ত জামিনের আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবেন।

বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ভ্যাট, সম্পূরক শুল্ক, কাস্টমস, ইনকাম ট্যাক্স, আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ ঋণ আইন সংক্রান্ত বিষয়াদিসহ অতীব জরুরি সব প্রকার রিট মোশন শুনানি করবেন।

আরও পড়তে পারেন-

বিচারপতি আহমেদ সোহেলের একক বেঞ্চ অতীব জরুরি আদিম অধিক্ষেত্রাধীন বিষয়, সাকসেশন আইন, বিবাহ বিচ্ছেদ আইন, প্রাইজ কোর্ট বিষয়সহ অ্যাডমিরেলটি কোর্ট আইন সংক্রান্ত রুল ও আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবেন।

বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংক্রান্ত বিষয়াদিসহ গ্রহণযোগ্য অতীব জরুরি ফৌজদারি মোশন শুনানি করবেন।

বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট একক বেঞ্চ অতীব দেওয়ানি মোশন এবং একক বেঞ্চে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংক্রান্ত বিষয়াদিসহ অতীব জরুরি সব প্রকার ফৌজদারি মোশন শুনানি করবেন।

বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট একক বেঞ্চ দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংক্রান্ত বিষয়াদি ছাড়া একক বেঞ্চে গ্রহণযোগ্য ফৌজদারি বিষয় শুনানি করবেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।