বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐকমত্যের বাইরে কোনো ধরনের সংস্কারের সুযোগ নেই।
রবিবার (২৭ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, “সবাইকে যে একমত হতে হবে, এই চিন্তাভাবনাই হলো বাকশালী চিন্তা। যেটা শেখ হাসিনার পিতা করেছিলেন। ভিন্ন দল ভিন্ন মত থাকবে — এটাই স্বাভাবিক। তবে যেখানে ঐকমত্য হয়েছে, সেই জায়গাগুলোতে সংস্কারের কোনো সুযোগ নেই। যদি কেউ কিছু পরিবর্তন করতে চায়, তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে।”
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
তিনি আরও বলেন, “সবাই ইতোমধ্যেই নিজেদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছেন। আলোচনাও শেষ। এক সপ্তাহের বেশি সময় লাগার কথা নয় জাতির সামনে জানাতে কোথায় ঐকমত্য হয়েছে। জাতি জানুক, সেই ঐকমত্যের ভিত্তিতে আমরা সনদ সই করে নির্বাচনমুখী হবো। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।”
নির্বাচনী রোডম্যাপ না দেওয়ার কারণে জনগণের মধ্যে যে সংশয় তৈরি হয়েছে, তা ভবিষ্যতে গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে বলেও তিনি সতর্ক করেন। তিনি বলেন, “তাই যত দ্রুত সম্ভব নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জনগণকে আশ্বস্ত করতে হবে যে আমরা গণতন্ত্রের পথে এগোচ্ছি।”
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, “গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। তার মাধ্যমেই গণতান্ত্রিক ট্রানজিশন সম্ভব। দেশের ভেতর এবং বাইরের বিনিয়োগকারীরা পর্যন্ত এখন জানতে চায়, বাংলাদেশে নির্বাচন কবে হবে।”
উম্মাহ২৪ডটকম: আইএ