Home জাতীয় সীমান্তে সম্পূর্ণ নিরাপত্তা রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তে সম্পূর্ণ নিরাপত্তা রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের সীমান্ত এলাকায় পূর্ণ নিরাপত্তা রয়েছে বলে জানিয়ে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্ত এলাকার কৃষকরা নির্ভয়ে ভালোভাবে ধান কাটতে পারবেন।

এ সময় তিনি বলেন, কৃষকদের সুবিধার্থে দেশে ১০০টি মিনি হিমাগার তৈরি করা হবে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোকলেছপুর ইউনিয়নের ঢেলপীর ব্লকে বোরো ব্রি ধান-৮৮ কর্তন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ফল, সবজি ও বিভিন্ন ফসল সংরক্ষণের জন্য দেশে ১০০ মিনি হিমাগার তৈরি করা হবে। যাতে করে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান। এছাড়া আম, লিচু ও কাঁঠাল বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে। আমের মতো প্রয়োজনে লিচু পরিবহনের জন্যও শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনের বগি দেয়া হবে। যাতে করে লিচু দেশের বিভিন্ন স্থানে কৃষক সহজেই পাঠাতে পারেন।’

কোনোভাবেই ধানের জমিতে আম-লিচু চাষ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘ধান বেশি করে উৎপাদন করেন, প্রয়োজনে বিদেশে পাঠানো হবে। আপনারা যত ধান উৎপাদন করবেন সরকার তত বেশি ধান-চাল ক্রয় করবে। বোরো উৎপাদনে বরেন্দ্রকে পানির সেচের দাম আরও কমিয়ে আনতে হবে। যাতে উৎপাদন খরচ কমিয়ে আনা যায় সে ব্যবস্থা করতে হবে। আর ফুডে যারা চাকরি করেন তাদের দুর্নীতি কমিয়ে আনতে হবে। কৃষিজমি রক্ষায় নতুন আইন হবে সেই চিন্তায় আছি।’

সীমান্ত এলাকার কৃষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের ভীতির কোনো কারণ নেই। আমাদের সীমান্তে সম্পূর্ণ নিরাপত্তা রয়েছে। এখানে কোনো সমস্যা নাই। সীমান্ত এলাকার কৃষকরা নির্ভয়ে ভালোভাবে ধান কাটতে পারবেন।’

আরও পড়তে পারেন-

উপদেষ্টা বলেন, ‘৪০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। যখন আমাদের সাড়ে ৭ কোটি মানুষ ছিল সেই সময়ে কৃষিজমির সংখ্যা বেশি ছিল। কিন্তু এখন লোকসংখ্যা ১৮ কোটি, কৃষিজমি কমে গেছে। উন্নত জাত এবং কৃষক ও বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের কারণে উৎপাদন ভালো।’

বরেন্দ্রকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কৃষকরা যেন ন্যায্যমূল্য পায়, আর কৃষকদের উৎপাদন খরচ যেন কমানো যায় সেই ব্যবস্থা করতে হবে। আর ওপরে যারা চাকরি করে, দুর্নীতি কমাতে হবে।’

পরে কৃষকদের সাথে এক মতবিনিময় সভায় কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘কৃষকদের উঠান বৈঠকের জন্য প্রচুর টাকা দেয়া হয়। উঠান বৈঠকের পয়সা পকেটে ঢুকাইয়েন না। পকেটে ঢুকাইলে আপনারা থাকতে পারবেন না। উঠান বৈঠকের জন্য জনগণকে উদ্বুদ্ধ করবেন।’

এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো: আসাদ উজ জামান, নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) তরিকুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, দিনাজপুরের জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো: আফজাল হোসেন প্রমুখ।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।