এবার সিলেট সীমান্ত এলাকা থেকে লুট হওয়া ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে নয়া দিগন্তকে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক।
সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবিসহ যৌথবাহিনীর অভিযানে কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা চড়া সংলগ্ন আদর্শগ্রাম এলাকা থেকে এসব পাথর জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে লুট হওয়া পাথর মজুদের খবর পেয়ে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইব্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর অভিযানে প্রায় ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়।
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
এ বিষয়ে নাজমুল হক বলেন, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীন উৎমা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত সংলগ্ন উৎমাছড়া এলাকা প্রাকৃতিকভাবে বালু ও পাথরে সমৃদ্ধ এবং পর্যটন এলাকা হিসেবে সুপরিচিত। গত কয়েক বছর ধরে স্থানীয় কিছু অসাধু চক্র উৎমাছড়া হতে অবৈধভাবে পাথর উত্তোলন করে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশে মজুদ করে আসছে। তবে সীমান্তবর্তী এলাকায় বিজিবির কঠোর নজরদারি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় অসাধু চক্রের অন্তর্দ্বন্দ্বের কারণে তারা মজুদকৃত পাথর দেশের বিভিন্ন স্থানে পাচার করতে ব্যর্থ হয়।’
মঙ্গলবার যৌথবাহিনীর অভিযানে উদ্ধারকৃত পাথরের সঠিক পরিমাপ ও আইনানুগ ব্যবস্থা নেয়ার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
উম্মাহ২৪ডটকম: এমএ