Home রাজনীতি আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক হতাহতের ঘটনায় মাওলানা নাজমুল হাসান কাসেমীর শোক

আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক হতাহতের ঘটনায় মাওলানা নাজমুল হাসান কাসেমীর শোক

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহসভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমীর প্রখ্যাত আলেম মাওলানা নাজমুল হাসান কাসেমী।

সোমবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, গত ৩১ আগস্ট দিবাগত রাতে আফগানিস্তানের দুটি দুর্গম প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। মুহূর্তের মধ্যেই হাজারো মানুষের স্বপ্ন ও আশ্রয় ভেঙে যায়। এখন পর্যন্ত পাওয়া তথ্যে ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, শত শত মানুষ আহত এবং বহু পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘যেসব মা তাদের সন্তানকে হারিয়েছেন, যেসব শিশু পিতৃহীন হয়েছে, যেসব পরিবার প্রিয়জন ও আশ্রয় হারিয়ে আজ ভেঙে পড়েছে, তাদের বেদনা ভাষায় প্রকাশের অতীত। এ শোক শুধু আফগানিস্তানের নয়, এ শোক সমগ্র মানবতার শোক। বাংলাদেশের জনগণও এই দুঃসময় আফগান ভাই-বোনদের পাশে রয়েছে।’

মাওলানা নাজমুল হাসান কাসেমী ভূমিকম্পে বিধ্বস্ত ভাতৃপ্রতিম আফগানিস্তানে মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সরকারের প্রতি দ্রুত ত্রাণ সামগ্রী এবং উদ্ধার কর্মী ও চিকিৎসক টিম পাঠানোর আহ্বান জানান।

আরও পড়তে পারেন-

জমিয়ত সহসভাপতি ভূমিকম্পে নিহতদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে তিনি প্রার্থনা করেন, মহান আল্লাহ যেন আফগান জনগণকে এই কঠিন বিপর্যয় ধৈর্য ও সাহসের সাথে অতিক্রম করার শক্তি দান করেন।

উল্লেখ্য, আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে পাকিস্তান সীমান্তঘেঁষা কুনার প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮০০ জনেরও অধিক। আহত হয়েছেন দুই হাজার ৮০০ জনেরও বেশি মানুষ।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।