Home ইসলাম রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রে ইউরোপের সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করা হয়েছে

রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রে ইউরোপের সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করা হয়েছে

চেচনিয়ায় উদ্বোধন করা নতুন মসজিদ।

উম্মাহ অনলাইন: রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রে ইউরোপের সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করা হয়েছে। চেচনিয়ার শালি শহরে মসজিদটি নির্মাণ করা হয়।

মসজিদটি তৈরি করার সময় এতে গ্রিক মার্বেল পাথর এবং বিশুদ্ধ স্বর্ণ ব্যবহার করা হয়েছে। অপরূপ সৌন্দর্যের এই মসজিদে একসাথে ৩০ হাজার মানুষ নামায আদায় করতে পারবেন।

মসজিদটি নির্মাণ করতে সাত বছর সময় লেগেছে। মসজিদটি উদ্বোধনের সময় চেচনিয়ার প্রেসিডেন্ট রামজান কাদিরভ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার মৃত্যুর পর তার সম্মানে তারা যেন একটি ছোট মসজিদ নির্মাণ করেন। -পার্সটুডে।