Home ধর্মীয় প্রশ্ন-উত্তর অনলাইনে পশু ক্রয়-বিক্রয় জায়েয হবে কি?

অনলাইনে পশু ক্রয়-বিক্রয় জায়েয হবে কি?

প্রশ্ন- আসন্ন কোরবানী উপলক্ষে বিভিন্ন ব্যবসায়ী অনলাইনে কোরবানীর পশুর ছবি প্রেরণ করেন এবং আমাদের দেশের বিত্তবান অনেক ভাই অনলাইনে ছবি দেখে পশু পছন্দ করে ক্রয় করার চিন্তা করছেন। এখন প্রশ্ন হলো, অনলাইনে এভাবে পশু ক্রয়-বিক্রয় জায়েয হবে কী?

জবাব: অনলাইন বা মোবাইল স্কীনে গরু বা পশুর ছবি দেখে ক্রেতা-বিক্রেতা উভয়ে সম্মত হয়ে যদি অনলাইন বা মোবাইলে কথাবার্তার মাধ্যমে বেচা-কেনার চুক্তি সম্পন্ন করে, এতে শরীআতের দৃষ্টিতে বেচা-কেনার চুক্তির বৈধতার ক্ষেত্রে কোন সমস্যা নাই। এই ধরনের বেচা-কেনা বৈধ বলেই বিবেচিত হবে।

তবে যেহেতু ক্রেতা ক্রয়ের সময় পশুটি সরাসরি দেখে নাই, তাই বেচা-কেনার চুক্তি সম্পন্ন হওয়ার পর ক্রেতা যখন ক্রয়কৃত পশুটি সরাসরি দেখবে, তখন পূর্বের ক্রয় চুক্তি বহাল রাখা না রাখার ব্যপারে শরীআতের দৃষ্টিতে তার এখতিয়ার থাকতে হবে। তিনি পূর্বের ক্রয় চুক্তি বহাল রাখতেও পারেন, আবার নাও রাখতে পারেন। এ পর্যায়ে বিক্রেতাকে ক্রেতার চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নিতে হবে।

তথ্যসূত্র- # হিদায়া খ.৩, পৃ.৩৫/৩৬ , # মুলতাক্বাল আবহুর খ.৩, পৃ.৫০ # ফাতাওয়ায়ে শামী খ.৪, পৃ.৫৯৫।

সমাধান দিয়েছেন-

– মুফতী মুহিউদ্দীন মাছূম

প্রধান মুফতী- জামিয়া সুবহানিয়া মাহমূদনগর, তুরাগ, ঢাকা ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।

উম্মাহ২৪ডটকম:এমএমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।