Home বিজ্ঞান ও প্রযুক্তি আইফোন-১২ কত দামে বিকাবে

আইফোন-১২ কত দামে বিকাবে

উম্মাহ অনলাইন: অ‌্যাপলপ্রেমীরা বরাবরই নতুন আইফোনের অপেক্ষায় থাকেন। তবে অনেকে এর দাম নিয়ে দুশ্চিন্তায় থাকেন। নতুন আইফোন আসার খবরে ইতিমধ্যে এর দাম নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে। করোনা পরিস্থিতিতে যদিও নতুন আইফোন কিছুটা দেরিতে আসবে বলে মনে করা হচ্ছে, তবে দাম নিয়ে আন্দাজের বিষয়টি থেমে নেই।

ধারণা করা হচ্ছে, আইফোন-১১-এর তুলনায় আইফোন-১২ মডেলের দাম ৫০ মার্কিন ডলার বেশি হবে।

বাজার বিশ্লেষক জেফ পু বলেছেন, এবারে নতুন আইফোন বক্সের সঙ্গে  চার্জার বা এয়ারপড পাওয়া যাবে না। নতুন আইফোনে ৫-জি সুবিধা ও ওএলইডি স্ক্রিনের কারণে বাড়তি দাম রাখবে অ্যাপল। কয়েক সপ্তাহ ধরেই প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে অ্যাপলের নতুন আইফোন ঘিরে নানা তথ্য প্রকাশ করা হচ্ছে। বেশির ভাগ প্রতিবেদনে আইফোনের সঙ্গে চার্জার না পাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। সাম্প্রতিক বিশ্লেষণ ও অ্যাপলের সাম্প্রতিক গ্রাহক জরিপেও সে আভাস মিলেছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার জানিয়েছে, অ্যাপলের ৫ দশমিক ৪ ইঞ্চি মাপের নতুন আইফোন ১২ মডেলের দাম হতে পারে ৭৪৯ মার্কিন ডলার, যা আইফোন ১১-এর চেয়ে ৫০ ডলার বেশি। আইফোন ১১ মডেলে এলসিডি স্ক্রিন ব্যবহার করা হয়েছিল। তবে প্রো মডেলের ওএলইডি ব্যবহার করেছিল অ্যাপল। দাম বাড়লেও নতুন আইফোন ৫-জি সুবিধার কারণে গ্রহণযোগ্য হবে বলে মনে করছেন বিশ্লেষক পু।

আরও পড়তে পারেন-

* ‘আল্লাহর রহমত ও ক্ষমা পেতে হলে সঠিক আক্বিদা-বিশ্বাসে ফিরে আসা জরুরী’

* বিশ্বব্যাপী একই দিনে ঈদ উদযাপন চিন্তা মনগড়া ও শরয়ী সিদ্ধান্ত বিরোধী

* পবিত্র ঈদুল আযহা ও কুরবানীর ফাযায়েল ও মাসায়েল

* ইসলামের পথে আমার জীবনকে পরিবর্তন করার চেষ্টা করছি: অভিনেত্রী এ্যানি খান

* মওলানা বরকতুল্লাহ আমাদের ইতিহাসের কে হন?

ম্যাকরিউমার জানিয়েছে, ৬ দশমিক ১ ইঞ্চি মাপের আইফোন ১২ মডেলের দাম হতে পারে ৭৯৯ বা ৮৪৯ মার্কিন ডলার। এটি আইফোন ১১ মডেলের চেয়ে ১৫০ ডলার বেশি দাম রাখতে পারে অ্যাপল।

অ্যাপলের আইফোন-১২ প্রো বা প্রো ম্যাক্স মডেলে ৫-জি সুবিধার কারণে দাম বাড়বে কি না, সে বিষয়ে অবশ্য কোনো তথ্য পাওয়া যায়নি। এ বছর শরতে নতুন আইফোন আনতে পারে প্রতিষ্ঠানটি। এখনো এর দিনক্ষণ ঠিক হয়নি। তবে কোভিড পরিস্থিতির কারণে নতুন আইফোন বাজারে আসতে কিছুটা দেরি হতে পারে।

উম্মাহ২৪ডটকম:এমএমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।