প্রশ্ন: হালাল পশুর সকল অঙ্গ খাওয়া জায়েয আছে কি? যদি না থাকে, কোন কোন অঙ্গ খাওয়া নাজায়েয এবং সেগুলো কি কি, দয়া করে জানাবেন।
জবাব: প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী হালাল পশুর সাতটি অঙ্গ খাওয়া নাজায়েয। যথা-
(১) প্রবাহিত রক্ত। (২) নরপশুর লিঙ্গ। (৩) অন্ডকোষ । (৪) মাদীপশুর পেশাবের অঙ্গ। (৫) পশুর চামড়া ও গোস্তের মাঝখানে যে টিউমার হয়, সেগুলো (৬) পেশাবের থলি (৭) পিত্তথলি।
ত্বাহত্বাভী আ’লাদ্দুরের মাঝে পশুর মেরুদণ্ডের ভিতর যে সাদা রগ রয়েছে, সেটা খাওয়া মাকরুহ বলে উল্লেখ করা হয়েছে।
সুতরাং হালাল পশুর মোট ৮টি অঙ্গ খাওয়া যাবে না। (সূত্র- ফাতাওয়ায়ে আলমগিরিয়্যা, খণ্ড- ৫, পৃষ্ঠা- ২৯০, ত্বাহত্বাভী আ’লাদ্দুর, খণ্ড- ৪, পৃষ্ঠা- ৩৬০, ফাতাওয়ায়ে মাহমূদিয়্যা, খণ্ড- ২৬, পৃষ্ঠা- ২১৭-২১৮)।
উত্তর দিয়েছেন- আল্লামা মুফতি জসিমুদ্দীন
মুফতি, মুহাদ্দিস, মুফাসসীর ও সহকারী পরিচালক-
জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম।
উম্মাহ২৪ডটকম:এমএমএ