Home স্বাস্থ্য ও চিকিৎসা মিটফোর্ড হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া সেই কয়েদি আটক

মিটফোর্ড হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া সেই কয়েদি আটক

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া কয়েদি মিন্টু মিয়াকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে বাবু বাজার এলাকা থেকে তাকে আটক করে কারাগার কর্তৃপক্ষ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে জেলার মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পলাতক কয়েদি মিন্টু মিয়া মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন বাবু বাজার এলাকায় ঘোরাফেরা করছিলেন। আজ আনুমানিক দুপুর ২টার দিকে আমরা তাকে হাতকড়াসহ আটক করি।’

এর আগে, ভোররাত ৩টা ৪০ মিনিটের দিকে মিটফোর্ড হাসপাতাল থেকে পালিয়ে যান মিন্টু মিয়া (২৮)। তিনি টাঙ্গাইলের গোপালপুর থানায় মাদক মামলার আসামি।

মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশিদ-উন-নবী বলেন, ‘কয়েদি মিন্টু মিয়াকে গতকাল সন্ধ্যার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কারারক্ষীদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। ভোররাতের দিকে তিনি পালিয়ে যান বলে জানতে পেরেছি। কারা কর্তৃপক্ষ আমাকে বিষয়টি জানিয়েছে।’

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, চিকিৎসার জন্য মিন্টু মিয়াকে টাঙ্গাইল জেলা কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি হলে তাকে আবার কারাগারে নেওয়া হয়। পরবর্তীতে আবার তিনি অসুস্থ হয়ে পড়লে গতকাল সন্ধ্যায় তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।


এর আগে মিন্টু মিয়া (২৮) নামে এই কয়েদি পালিয়ে যান। শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়তে পারেন-

কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম গণমাধ্যমকে জানান, মিন্টুর কাছে তিন জন কারারক্ষী ছিলেন। এরপরও তিনি কীভাবে পালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া মিন্টুর বাড়িতে লোক পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান মাহবুবুল ইসলাম। ##

উম্মাহ২৪ডটকম:এফইউবি

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।