Home ধর্মীয় প্রশ্ন-উত্তর কুরআন শরীফের মুদ্রিত পুরনো কপি দেখে তিলাওয়াতের উপযুক্ততায় না থাকলে করণীয়

কুরআন শরীফের মুদ্রিত পুরনো কপি দেখে তিলাওয়াতের উপযুক্ততায় না থাকলে করণীয়

প্রশ্ন: তাসলীম বাদ, মুহ্তারাম মুফতী সাহেব হুজুর, আমাদের মসজিদে কুরআনে কারীমের মুদ্রিত অনেকগুলো কপি এত পুরানো হয়ে গেছে এবং ছিঁড়ে-ফেটে গেছে যে, এখন দেখে তিলাওয়াতের উপযুক্ততায় নেই। আমরা কুরআনের এ কপিগুলো কী করতে পারি? এ বিষয়ে মাসাআলা জানতে চাই। এক লোক কয়েককপি জ্বালিয়ে ফেলেছে । শরীয়তের দৃষ্টিতে কাজটি সঠিক হয়েছে কী?

– রেজাউল করিম, সিলেট ।

উত্তরঃ মুহতারাম রেজাউল করীম সাহেব, কুরআনে কারীমের এমন কপিগুলো একটি পবিত্র ও পরিষ্কার কাপড় বা চাদরে প্যাঁচিয়ে  নিরাপদ পবিত্র স্থানে দাফন করে নিবেন। প্রথমে প্রয়োজন মাফিক গর্ত করবেন। তারপর কাপড়ে /চাদরে প্যাঁচানো কুরআনে কারীমের কপিগুলো কাপড় /চাদর দিয়ে প্যাঁচানো অবস্থায় গর্তে রাখবেন। তার উপর কাঠ/বাঁশ দ্বারা  আড়াল তৈরি করে তার উপর মাটি দিবেন। যাতে কুরআনে কারীমের কপিগুলোর উপরে সরাসরি মাটি না পড়ে। অনেকটা মাইয়্যেত কবরে দাফন করার মতো।

যিনি কিছু কপি জ্বালিয়ে দিয়েছেন, কাজটি একদম ঠিক করেননি। মুফতীয়ানে কেরাম বা মুহাক্বিকআলেমে দ্বীনের কাছে মাসআলা জেনে কাজ করা উচিৎ ছিল।

তথ্যসূত্র-

  • দারুল মুখতার মাআ’শ শামী,খণ্ড-১,পৃষ্ঠা-১৭৭ (সাঈদ)
  • ফাতাওয়ায়েআলমগীরিয়্যা,খণ্ড-৫,পৃষ্ঠা-৩২৩
  • হাশিয়াতুত্বাহত্বাবী আলা দ্দুরর,খন্ড-১,পৃষ্ঠা-১০০
  • ইমদাদুল আহকাম,খণ্ড-১,পৃষ্ঠা-২৩০-২৪৯
  • খাইরুলফাতাওয়া,খন্ড-১,পৃষ্ঠা-২১২-২১৪

ফতোয়া দিয়েছেন- মুফতী মুহিউদ্দীন মাছূম

প্রধান মুফতী- জামিয়া সুবহানিয়া মাহমূদনগরতুরাগঢাকা ও জামিয়া মাদানিয়া বারিধারাঢাকা।

উম্মাহ২৪ডটকম:এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।