Home ধর্মীয় প্রশ্ন-উত্তর ঠান্ডা পানি দিয়ে অযু করলে কাশি বেড়ে যায়, তায়াম্মুম করা যাবে কিনা?

ঠান্ডা পানি দিয়ে অযু করলে কাশি বেড়ে যায়, তায়াম্মুম করা যাবে কিনা?

প্রশ্ন: তাসলীম বাদ, হুজুর, আমি নোয়াখালী চাটখিল থেকে বলছি।  আমি একটি মাসআলা জানতে চাই। আমার টিবি রোগ হয়েছিল। এখন ভালো আছি। তবে টিবি রোগ হওয়ার পর থেকে আমার একটি সমস্যা দেখা দিয়েছে। তাহলো শীতকাল হোক, গরম কাল হোক ঠান্ডা পানি দিয়ে অযু করলে কাশি বেড়ে যায়, তাতে আমার খুব কষ্ট হয়। এক লোক আমাকে পরামর্শ দিয়েছে তায়াম্মুম করতে। আমার জন্য তায়াম্মুম করা জায়েয হবে কি?

ইতি- একজন দ্বীনি বোন। 

উত্তরঃ মুহ্তারামা, আপনি যদি গরম পানি দিয়ে অযু করলে আপনার ক্ষতি না হয়, রোগ বৃদ্ধি না পায়  এবং গরম পানির ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনাকে গরম পানি দিয়ে অযু করতে হবে। তায়াম্মুম করা যাবে না। তবে, যদি গরম পানিও ক্ষতিকর হয়, তখন আপনার জন্য তায়াম্মুম জায়েয হবে। 

সূত্র- ফাতাওয়ায়েশামী, খণ্ড-১, পৃষ্ঠা- ২৩৪ (সাইদ), ইমদাদুল মুফতীন, খণ্ড-১, পৃষ্ঠা-৪০ (করাচী)।

ফতোয়া দিয়েছেন- মুফতী মুহিউদ্দীন মাসুম

প্রধান মুফতী- জামিয়া সুবহানিয়া মাহমূদনগর, তুরাগ, ঢাকা ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।

উম্মাহ২৪ডটকম:এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

আরও পড়তে পারেন-