Home ধর্মীয় প্রশ্ন-উত্তর মসজিদের ছাদ মোবাইল ফোনের টাওয়ার স্থাপনে ভাড়া দেওয়া জায়েয হবে কি?

মসজিদের ছাদ মোবাইল ফোনের টাওয়ার স্থাপনে ভাড়া দেওয়া জায়েয হবে কি?

- প্রতিকী ছবি।

তাসলীম বাদ, হুজুর আমি একটি মাসআলা জানতে চাই। মাসআলাটি হলো- মোবাইল ফোনের টাওয়ারের জন্য মসজিদের ছাদ ভাড়া দেয়া জায়েয হবে কী?

– মিজানুর রহমান, রামগঞ্জ, লক্ষীপুর।

উত্তরঃ মুহতারাম মাওলানা মিজানুর রহমান সাহেব, এটা সকলের জানা থাকা জরুরী যে, মসজিদের ছাদও মসজিদের অংশ। শরীয়তের দৃষ্টিতে মসজিদের যে ইজ্জ্বত ইহতেরাম   ও সম্মান, মসজিদের ছাদেরও অনরূপ ইজ্জ্বত ইহতেরাম ও সম্মান বজায় রাখতে হবে। সাধারণ বিল্ডিং এর ছাদ বা সাধারণ জায়গার ন্যায় মসজিদের ছাদের বিষয়টি একভাবে দেখার সুযোগ নেই।

অতএব, মোবাইল ফোনের টাওয়ার স্থাপনের জন্য  বা অন্য কিছুর জন্য মসজিদের ছাদ ভাড়া দেয়া জায়েয হবে না। এটা সম্পূর্ণ  নাজায়েয। মসজিদের ইহতেরামের পরিপন্থী। আল্লাহর ঘর মসজিদের যথাযথ সম্মান রক্ষা করার তিনি আমাদেরকে তাওফীক দান করুন। আমীন। 

তথ্যসূত্র:
১। আদ্দুররুল মুখতার মাআশ শামী, খণ্ড-৪, পৃষ্ঠা-৩৫৮ (সাঈদ)।
২। ফাতাওয়ায়ে মাহমূদিয়া, খণ্ড-২২, পৃষ্ঠা-৩৯৯ (মাকতাবায়ে মাহমূদিয়া, মিরাঠ)।
৩। গুনয়াতুল  মুতামাল্লী,  পৃষ্ঠা -৬১২ (সোহাইল, লাহোর)।

ফতোয়া দিয়েছেন- মুফতী মুহিউদ্দীন মাসুম

প্রধান মুফতী- জামিয়া সুবহানিয়া মাহমূদনগর, তুরাগ, ঢাকা ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।

উম্মাহ২৪ডটকম:এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।