Home ইসলাম দুধমাতা, সৎমা, ভাই-বোন, আত্মীয় ও উস্তাদ-শাগরিদের হক

দুধমাতা, সৎমা, ভাই-বোন, আত্মীয় ও উস্তাদ-শাগরিদের হক

দুগ্ধপানকারীনী দুধমাতা

দুধ পান করানোর কারণে দুধমাতাও মায়ের সমতুল্য। ইসলামে তারও কিছু হক রয়েছে।

(১) তার প্রতি সদাচরণ ও সম্মান প্রদর্শন করা।

(২) তার আর্থিক প্রয়োজন হলে এবং নিজের সামর্থ থাকলে তাকে সাহায্য-সহযোগিতায় কুণ্ঠাবোধ না করা।

(৩) সম্ভব হলে তার খেদমতের জন্য চাকর/চাকরাণীর ব্যবস্থা করে দেওয়া।

(৪) তার স্বামী যেহেতু তার মাখদুম বা সেবা পাওয়ার অধিকারী আর দুধমাতা তার মাখদুমাহ্ সেহেতু দুধমাতার স্বামীকে মাখদুমুল মাখদুম মনে করে তার প্রতি দয়া-মায়া ও ইহসান করা।

সৎমায়ের হক

সৎমা যেহেতু পিতার সহধর্মীনী, আর পিতার বন্ধু-বান্ধবদের সাথে ইহ্সান বা সদাচরণ করতে বলা হয়েছে; সেহেতু সৎমায়েরও কিছু হক্ রয়েছে। মাতা-পিতার মৃত্যুর পর তাদের প্রতি যেসব হকের আলোচনা করা হয়েছে, তা সৎমায়ের বেলাও প্রযোজ্য।

ভাই-বোনের হ

হাদীস শরীফে এসেছে যে, বড় ভাই পিতার সমতুল্য। এরদ্বারা বোঝা গেল, বড় ভাইয়ের জন্য ছোট ভাইয়েরা সন্তান তুল্য। সুতরাং তাদের মাঝে পারস্পরিক হক তেমনই হবে যেমনটি মাতা-পিতা ও সন্তানের মাঝে। বড় বোন ও ছোট বোনের মাঝেও পারস্পরিক হক বড় ভাই ও ছোট ভাইয়ের হকের মতই।

আত্মীয়-স্বজনের হক

উপরোল্লিখিত হকসমহের মত অন্যান্য আত্মীয়-স্বজনের হকও বর্ণিত হয়েছে। যার সারাংশ হল-

(১) আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব যদি অভাবগ্রস্ত হয় এবং আয়-উপার্জন করতে সক্ষম না হয়, তাহলে জামানত পরিমাণ তাদের খোরপোষের খোঁজখবর রাখা সন্তানের খোঁজখবর রাখার মতই আবশ্যক। হুবহু সন্তানের মত না হলেও কিছু কিছু সেবা করা জরুরী।

(২) মাঝে মাঝে তাদের সাথে সাক্ষাত করা।

(৩) তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা কখনই উচিত নয়। উপরন্তু তাদের পক্ষ থেকে কোন কষ্ট পেলেও ধৈর্য ধরা উত্তম।

উস্তাদ ও পীরের হক

উস্তাদ ও পীর যেহেতু আধ্যাত্মিক জগতের শিক্ষাগুরু হওয়ার কারণে পিতার মত বা আমাদের রূহানী পিতা, সেহেতু তাঁদের সন্তানাদী ও আত্মীয়-স্বজনের সাথে সেরূপ আচরণ করা উচিৎ যেরূপ আচরণ করতে বলা হয়েছে মাতা-পিতা বা আত্মীয়-স্বজনের সাথে। “লা-আস্আলুকুম আলাইহি আজরান্ ইল্লাল……..” উক্ত আয়াতের এটিও একটি ব্যাখ্যা। এ প্রেক্ষিতে প্রকৃত সৈয়দ বংশীয় লোকদের সম্মান ও মর্যাদাও অনুধাবন করা যায়। আর যেহেতু শাগরিদ ও মুরীদ সন্তানের মত, সেহেতু স্বীয় উস্তাদের শাগরিদ বা পীরের মুরীদগণ সন্তানের মত। সুতরাং তাদের হক্ ভাইয়ের হকের মত মনে করতে হবে। পবিত্র কুরআনের “লিসাহিবিল জাম্বি” আয়াতের অন্তর্ভুক্ত এটিকেও করা হয়েছে।

শাগরিদ ও মুরীদের হক

শাগরিদ ও মুরীদ যেহেতু সন্তান সমতুল্য, সেহেতু স্নেহ-মমতা, ভালবাসা ও আন্তরিকতার দিক দিয়ে তাদের হক সন্তানের হকের মত।

উম্মাহ২৪ডটকম: এসএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ইসলামে হক ও অধিকার

পিতা-মাতা, দাদা-দাদী ও সন্তানের পারস্পরিক হক ও অধিকার