Home ধর্মীয় প্রশ্ন-উত্তর তারাবীহ’র নামায কত রাকআত আদায় করতে হবে?

তারাবীহ’র নামায কত রাকআত আদায় করতে হবে?

প্রশ্ন: তারাবীহ্’র নামায ৮/১২/২০ রাকাআত। কোনটা সঠিক?

– মুহাম্মদ বশির উল্লাহ, চিকনমাটি, মুজাহিদাবাদ, রাণীশংকোল, ঠাকুরগাঁও।

জবাব: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর তাহাজ্জুদ নামায পড়তেন। এই তাহাজ্জুদ কোন দিন ৮ রাকাআত পড়তেন, কোন দিন ১২ রাকাআত। এটা হাদীস দ্বারা প্রমাণিত।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রমযানে তিন কিংবা চার দিন ঈশার নামাযের পর জামাআতের সাথে তারাবীহ্’র নামায পড়েছেন। উম্মতের উপর ওয়াজিব হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি কোন সময় পূর্ণ রমযান জামাতে তারাবীহ আদায় করেননি।

বলা বাহুল্য, তারাবীহ্’র নামায ৮ বা ১২ রাকাআত বলে সহীহ কোন হাদীসে স্পষ্টভাবে উল্লেখ নেই। বরং ইবনে আব্বাস (রাযি.) সূত্রে বর্ণিত এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবীহ’র নামায ২০ রাকাআত পড়েছেন বলে উল্লেখ রয়েছে।

হযরত উমর ফারুক (রাযি.) সকল সাহাবায়ে কিরামের ঐকমত্যে জামাআতের সাথে ২০ রাকাআত তারাবীহ’র নামায পড়ার ব্যবস্থা করেছেন। ২০ রাকাআতের উপর সাহাবায়ে কিরামের ঐকমত্য হওয়ার কারণে চার মাযহাবের ইমামগণও তারাবীহ্’র নামায ২০ রাকাআত হওয়ার উপর ঐক্যমত পোষণ করেছেন।

উল্লেখ্য, এক হাদীসে খুলাফায়ে রাশিদীনের সুন্নাত অনুসরণকে ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে। সুতরাং যে বিষয় খুলাফায়ে রাশিদীনের আমল দ্বারা প্রমাণিত হবে, তা মূলতঃ সুন্নাত।

বস্তুতঃ ২০ রাকাআত তারাবীহ’র প্রমাণ যদি হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নাও পাওয়া যেতো, তবুও উক্ত হাদীস দ্বারা ২০ রাকাআতের নির্দেশ হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত বলে গণ্য হতো।

সুতরাং, তাহাজ্জুদের নামায ৪, ৮ বা ২০ রাকআত আদায় করা যাবে। তবে তারাবীহ ২০ রাকআত আদায় করতে হবে।

আরো বিস্তারিত দেখা যেতে পারে- আত্তা’লীকুল হাসান-২/৫৪, ৫৬, আসারুস্ সুনান-২/৫৫, বাইহাক্বী শরীফ-২/৪৯৬, ক্বিয়ামুল্ লাইল-৯১ পৃঃ, রাহমাতুল উম্মাহ্-২৩ পৃঃ, ইবনে আবি শাইবাহ্, আহ্মদ, আবুদাঊদ, তিরমিযী, ইবনে মাজাহ।

উত্তর দিয়েছেন- আল্লামা মুফতি জসিমুদ্দীন

মুফতি, মুহাদ্দিস, মুফাসসীর ও সহকারী পরিচালক-
জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম।

নোটঃ উম্মাহ ২৪ডটকম এর প্রশ্ন-উত্তর বিভাগে আপনিও চাইলে প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন অবশ্যই ইসলাম ধর্মবিষয়ক হতে হবে। প্রশ্নের আকার ছোট হতে হবে এবং একক বিষয়বস্তুর হতে হবে। প্রশ্ন পাঠানোর জন্য editor@ummah24.com এই ইমেইল ঠিকানা ব্যবহার করুন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।