Home কবিতা আমি নারী

আমি নারী

।। মালেকা ফেরদৌস ।।

সব শূন্যতাকে ভরে দিয়ে প্রত্যহ জাগি আমি,
নিলাভ সমুদ্রের ফেনিল শোভায় প্রকৃতির অমল বালিকা।
আমি নারী, নৈঃশব্দের নিগড় ভেঙ্গে অতলস্পর্শী রহস্যের বীজবুনি,
আলোর দ্রুতির মত,আকাঙ্ক্ষার গাংচিল উড়ে যায়
এক স্বপ্নময় পৃথিবীর দিকে, কি অনিঃশেষ অফুরন্ত সে স্বপ্নের পথ,
হেঁটে যাই অদম্য সুঠাম।

আমার সব কবিতা, উৎপ্রেক্ষা, উপমার ধ্বনি তরঙ্গ ভেদ করে
জ্বলে উঠি সৌভাগ্যের প্রতীকের মত, বুকে স্তব্ধ জোয়ারের জল,
পৃথিবীর সব রঙ্গে পুঞ্জরিত আমার দু’চোখ
শব্দ, ধ্বনি,গাছ, মাছ, নদী, মানচিত্র
আসমুদ্র হীমাচল পেরিয়ে আমি হয়ে যাই মৃন্ময়ী-
এক আশ্চার্য এপিটাফ!

স্পর্শে আমার অমেয় বাতাস, গাভী দুগ্ধবতী, বৃক্ষ ফলবান
সমৃদ্ধ জলাশয়, নিটোল উঠান ঘিরে মায়াবী সংসার-
আমার ঘর সোমত্ত জ্যোৎস্নায় নাক্ষত্রিক নীলিমা ছুঁয়ে যায়,
আসন্ধ্যা সকাল ব্যেপে জীবনের স্নিগ্ধতা ফোঁটাই,
আমি নারী “সব পুরুষেরই জন্মদাত্রী, সহ্যময়ী মাতা”।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।