Home কবিতা পরিতৃপ্তির দীর্ঘশ্বাস!

পরিতৃপ্তির দীর্ঘশ্বাস!

।। মালেকা ফেরদৌস ।।

শীতল হাওয়ায় নুয়ে গাছগুলো ,
কুয়াশায় স্তব্দ পাখিরা,
সূর্যহীন শীতল বিশ্রামে,
মুছে যায় দিন, কি বিচিত্র নশ্বর সময়।

ডানার গুঞ্জন আহা!
শৈশবের পাখি ডেকে যায় ।

[ ২ ]

এখানে রূপার মতো শিশির ঝরছে,
শার্সিতে কুয়াশার ধবল পরত,
-কেমন আছ তুমি? নদীর মতই অবিরল সময়।

এ সুখী শহরে ভোর হয় হীম হীম শীতে
গাড়ির হর্ন, ফেরিওয়ালার ডাক , বুয়ার বিরক্ত মুখ,
কত কথা- পাথরের নীচে চাপা পড়া ভাষা!

ভালোবাসা, ঘৃণা, বিশ্বাস, বিশ্বাসঘাতকতা
চিরন্তন নীরবতা, মৃত শহরের মত সীমাহীন দুঃখ,
অশ্রুজলের ভেতরেই আমাদের পরিতৃপ্তির দীর্ঘশ্বাস!

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

আরও পড়তে পারেন-