Home পরিবার ও সমাজ জনপ্রিয় আরব পপ তারকা আমাল হিজাজী’র বদলে যাওয়ার কাহিনী

জনপ্রিয় আরব পপ তারকা আমাল হিজাজী’র বদলে যাওয়ার কাহিনী

জনপ্রিয়তার শীর্ষে থাকা আরব পপ তারকা লেবাননের আমাল হিজাজী কিছু দিন আগে সঙ্গীত জগত ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এর কিছু দিন পর সম্প্রতি তিনি ইসলামি অনুশাসন মেনে চলার ঘোষণা দিয়ে বলেছেন, এখন থেকে তিনি ইসলামী সঙ্গীত পরিবেশ করবেন। নিজেকে একেবারেই আমূল বদলে নিয়েছেন। আগের মতো আঁটোসাটো ও সংক্ষিপ্ত পোষাকের পরিবর্তে ইসলামী পোষাকে নিজেকে পর্দাবৃত করে নিয়েছেন।

আরব পপ তারকা আমাল হিজাজী গত সেপ্টেম্বরে যখন ঘোষণা দিলেন যে, তিনি তার সঙ্গীতের ক্যারিয়ার থেকে অবসরে যাচ্ছেন, সেটা তাঁর ভক্তদের জন্য ছিল এক বিরাট ধাক্কা। আমাল তখন বলেছিলেন, আল্লাহ তার প্রার্থনায় সাড়া দিয়েছেন। তিনি ইসলামের মধ্যেই তার সুখ-শান্তি খুঁজে পেয়েছেন।

আমাল হিজাজী যখন তার গান-বাজনা ছেড়ে পুরোপুরি ইসলামী অনুশাসন মেনে জীবন-যাপন শুরু করলেন, তাঁর ভক্তরা অবাক হয়েছিলেন তখন। কিন্তু তিন মাসের মাথায় তিনি আবার ফিরে এসেছেন গানের জগতে। তবে একেবারে নতুন রূপে এবং ভিন্ন ধরণের গান নিয়ে। শেষ নবী হযরত রাসূলুল্লাহ (সা.)কে উৎসর্গ করা একটি না’ত পরিবেশনার মাধ্যমে তিনি ইসলামী সঙ্গীত পরিবেশনার সূচনা করেন।

আমাল হিজাযী।
স্বপরিবারে আমাল হিজাযী। ছবি- ফেসবুক।

লেবাননের শিল্পী আমাল হিজাজী আরব দুনিয়ার জনপ্রিয় পপ তারকাদের একজন।  ২০০১ সালে তাঁর প্রথম পপ রেকর্ড বাজারে আসে। পরের বছর দ্বিতীয় অ্যালবামেই তিনি এক সফল সঙ্গীত তারকায় পরিণত হন। এক দশকের মধ্যেই আমাল হিজাজী হয়ে উঠেন আরব বিশ্বের জনপ্রিয়তম সঙ্গীত তারকা।

২০০২ সালে আমাল হিজাজীর অ্যালবাম ‘যামান’ বাজারে আসে। এটিকে বিবেচনা করা হয় আরবী পপ সঙ্গীতের ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম। গত সেপ্টেম্বরে আমাল হিজাজী তাঁর এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন তিনি সঙ্গীতের জগত ছেড়ে যাচ্ছেন। তখন তিনি তাঁর হিজাব পরিহিত একটি ছবিও পোস্ট করেন। এতে তিনি লিখেন, “যে শিল্প আমি ভালোবাসি এবং যে ধর্মের নৈকট্যকে আমি লালন করি, এই দুটি নিয়ে আমাকে অনেক দিন ধরেই বোঝাপড়া করতে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ আমার প্রার্থনায় সাড়া দিয়েছেন।”

রাসূলুল্লাহ (সা.)কে নিয়ে আমাল হিজাজী যে না’তটি পরিবেশন করেছেন, সেটি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

ইতোমধ্যে এক কোটি ভক্ত তাঁর এই না’তটি শুনেছেন এবং আড়াই লাখের বেশি মানুষ এটি শেয়ার করেছেন।

তবে আমাল হিজাজীর এই নতুন রূপ এবং নতুন সঙ্গীত নিয়ে তুমুল বিতর্কও চলছে। যেভাবে তিনি হিজাব পরেছেন, তার যে সাজ-সজ্জা, সেটা কতটা ইসলাম সম্মত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ইসলামে এভাবে মহিলাদের গান করার বিধান আছে কিনা, সেটা জানতে চেয়েছেন অনেকে।

তবে অনেক ভক্ত আবার আমাল হিজাজীর প্রশংসা করেছেন। দিনা মিশিক নামে একজন লিখেছেন, “যে মহিলা কিনা ধর্মে যা নিষিদ্ধ তা করা বন্ধ করেছে, হিজাব পরা শুরু করেছে এবং নবীর জন্য গান করছে, তোমরা কিভাবে তার সমালোচনা করো।”

(আমাল হিজাজীর আলোচিত না’তটি শুনতে এখানে ক্লিক করুন)