Home স্বাস্থ্য ও চিকিৎসা করোনায় আক্রান্ত ৯৫ শতাংশ শিশু এক সপ্তাহে সুস্থ হয়ে ওঠে

করোনায় আক্রান্ত ৯৫ শতাংশ শিশু এক সপ্তাহে সুস্থ হয়ে ওঠে

কোভিড-১৯ আক্রান্ত বেশিরভাগ শিশুই এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠে। যুক্তরাজ্যে চালানো এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। ল্যানসেট চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ এ গবেষণা চালায়।

শিশুরা করোনায় আক্রান্ত হলে কেমন ঝুঁকিতে পড়বে, তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন অনেক অভিভাবক। এ তথ্য তাদের উদ্বেগ কিছুটা কমাতে পারে।

এ গবেষণার আওতায় যুক্তরাজ্যে কোভিডের উপসর্গ দেখা দেওয়া এক হাজার ৭৩৪টি শিশুকে পর্যবেক্ষণে রাখা হয়। 

পর্যবেক্ষণে দেখা যায়, মোট শিশুর ৪ দশমিক ৪ শতাংশ চার সপ্তাহের বেশি করোনায় ভুগেছে। এসময় এই ৪ দশমিক ৪ শতাংশ শিশুরা ক্লান্তি, মাথাব্যথা ও ঘ্রাণক্ষমতা হারানোর মতো কিছু সমসায় ভুগেছে। বাকি ৯৫ দশমিক ৬ শতাংশ শিশুই এক সপ্তাহের মধ্যে সেরে উঠেছে।

এছাড়াও, গবেষক দলটি গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যের ২ লাখ ৫০ হাজার শিশুকে পর্যবেক্ষণ করে।

আরও পড়তে পারেন-

গবেষণায় নেতৃত্ব দেওয়া গবেষক এমা ডানকান বলেন, তাদের গবেষণায় পাওয়া তথ্য-উপাত্ত করোনায় আক্রান্ত ‘পরিবার, বাবা-মা, শিক্ষক ও শিশুদের জন্য স্বস্তিদায়ক’। এমা ডানকান জানান, ‘বেশিরভাগ শিশুই সময়ে সুস্থ হয়ে ওঠে।’

টিনেজারদের টিকার আওতায় আনা উচিত কি না, এ নিয়ে যখন তর্ক-বিতর্ক চলছে, সে সময়ই এ তথ্য সামনে এল। 

যুক্তরাজ্য কর্তৃপক্ষ এখন পর্যন্ত ঘোষণা দিয়েছে যে তারা ১২ থেকে ১৭ বছর বয়সী দুর্বল স্বাস্থ্যের কিশোর-কিশোরীদের টিকা দেবে। অন্যদিকে জার্মানি দেশের সব টিনেজারকে টিকার আওতায় আনার পরিকল্পনা করছে।

ল্যানসেট চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথের এ গবেষণাটি করোনার ডেল্টা ধরন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগে করা হয়েছে। 

যদিও গবেষক দল বলছে, এখন পর্যন্ত পাওয়া তথ্য-উপাত্তে দেখা গেছে, ডেল্টা ধরনের বিরুদ্ধেও শিশুরা অন্য ধরনগুলোর মতোই শক্তিশালী প্রতিরোধ গড়তে সক্ষম।

সূত্র: ব্লুমবার্গ।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।