Home ধর্মীয় প্রশ্ন-উত্তর সিজদায় নারী ও পুরুষ হাত ও বাহু যে পদ্ধতিতে রাখবেন

সিজদায় নারী ও পুরুষ হাত ও বাহু যে পদ্ধতিতে রাখবেন

নামাযে সিজদায় হাতের আঙ্গুলসমূহ কীভাবে রাখবে? মিলিয়ে রাখবে, নাকি ফাঁকা করে রাখবে? বাহুদ্বয় জমিনের সাথে বিছিয়ে রাখা সন্নাত, নাকি পৃথক রাখা সুন্নাত? জানিয়ে কৃতজ্ঞ করবেন।

-মুহিউদ্দীন, বগুড়া।

আরও পড়তে পারেন-

উত্তর: সিজদায় হাতের আঙুলগুলো মিলিয়ে রাখবে। হযরত ওয়ায়েল ইবনে হুজর (রাযি.) বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকূ করতেন তখন আঙ্গুলসমূহ পৃথক করে রাখতেন। আর যখন সিজদায় যেতেন তখন আঙ্গুলসমূহ মিলিয়ে রাখতেন। (সহীহ ইবনে হিব্বান, হাদীস-১৯২০)।

সিজদায় বাহুদ্বয় জমিন ও পার্শ্ব থেকে পৃথক রাখা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় বাহুদ্বয় দু’ পাশ থেকে পৃথক রাখতেন। (সহীহ বুখারী-৮২৮)।

তবে মহিলাগণ জড়সড় হয়ে সিজদা করবেন। সিজদা অবস্থায় পেট, রান, উভয় বাহু, কোমর এবং দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ পরস্পরের সাথে মিলিয়ে রাখবেন। হাঁটুর কাছাকাছি সিজদা করবেন। দু’ পা ডান দিকে বের করে দিবেন।

روى الإمام ابن أبي شيبة ¬ في ©مصنفه® (2794)  عن ابن عباس : أنه سئل عن صلاة المرأة ؟ فقال : تجتمع وتحتفز.
وقال الإمام الكاساني ¬ في ©بدائع الصنائع® (1/210): فأما المرأة فينبغي أن تفترش ذراعيها، وتنخفض ولا تنتصب ؛كانتصاب الرجل وتلزق بطنها بفخذيها؛ لأن ذلك أستر لها.

সূত্র- ফাতওয়া মাসিক মুঈনুল ইসলাম, ২১৩ নং জিজ্ঞাসার সমাধান দ্র:।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।