Home রাজনীতি নীতি-আদর্শের প্রশ্নে কখনোই আপোষ করা যাবে না: ছাত্র জমিয়ত নেতৃবৃন্দকে আল্লামা কাসেমী

নীতি-আদর্শের প্রশ্নে কখনোই আপোষ করা যাবে না: ছাত্র জমিয়ত নেতৃবৃন্দকে আল্লামা কাসেমী

 

উম্মাহ প্রতিবেদক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, জমিয়তের যোগ্য জনশক্তি তৈরির প্লাটফর্ম ছাত্র জমিয়ত ৷ সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ছাত্র জমিয়তের তৎপর ও উদ্যোমি ভূমিকার বিকল্প নেই।

ছাত্র জমিয়তের কেন্দ্রীয় প্রতিনিধিদলকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে তিনি বলেন, ছাত্র সমাজের কাছে আকাবির ও আসলাফের জীবন ও আদর্শ তুলে ধরতে হবে ৷ ইসলামের আদর্শ সর্বস্তরের ছাত্রদের কাছে পৌঁছে দিতে হবে ৷ নীতি-আদর্শের প্রশ্নে কখনোই আপোষ করা যাবে না।

গতকাল (৩০ অক্টোবর) মঙ্গলবার ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এম সাইফুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদল মুল সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর সাথে তাঁর বারিধারাস্থ কার্যালয়ে সাংগঠনিক বিষয়ে পরামর্শ নিতে গেলে তিনি এসব কথা বলেন।

এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জমিয়ত সহসভাপতি আল্লামা উবাইদুল্লাহ ফারুক, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, যুগ্মমহাসচিব মুফতি মুনির হোসাইন কাসেমী, অর্থসম্পাদক মুফতি জাকির হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা যাইনুল আবেদীন ও নির্বাহী সদস্য মুফতী গোলাম মাওলা প্রমুখ।

প্রাক্তন ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী মাহবুবুল আলম, সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা আমিনুল ইসলাম মিলন, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মুফতি মুরতাযা হাসান ফয়জী মাসুম, সাবেক সভাপতি মুফতী শরীফুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় নেতা মুফতী আল-আমীন কাসেমী, সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সাইফুদ্দীন ইউসুফ ফাহিম প্রমুখ।

এ সময় প্রতিনিধি দলের নেতা এম সাইফুর রহমান ছাত্র জমিয়তের চলমান বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে জমিয়ত মহাসচিবকে অবহিত করে গৃহীত কর্মসূচী বাস্তবায়নে দলীয় সমর্থন ও সহযোগিতা কামনা করেন। ছাত্র জমিয়তের সাংগঠনিক রিপোর্ট ও ভবিষ্যত পরিকল্পনা শোনার পর জমিয়ত মহাসচিব সন্তোষ প্রকাশ করে বলেন, তোমরা কাজ চালিয়ে যাও। ইনশাআল্লাহ আমরা সকল কাজে তোমাদেরকে যথাযথ সহযোগিতা করব।

ছাত্র জমিয়তের দাওয়াত দেশব্যাপী পৌঁছে দেয়ার লক্ষ্যে চলতি সেশনের কর্মপরিকল্পনা শুনে উপস্থিত নেতৃবৃন্দ ছাত্র জমিয়ত প্রতিনিধি দলকে ধন্যবাদ দেন।

ছাত্র জমিয়তের সাবেক নেতৃবৃন্দ বর্তমান কমিটির গতিশীলতায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, মূল দলের কার্যক্রমকে মাঠ পর্যায়ে এগিয়ে নেওয়ার জন্য ছাত্র সংগঠনের দায়িত্ব সবচেয়ে বেশি। আমরা মনে করি, বর্তমান ছাত্র জমিয়ত নেতৃত্ব অত্যন্ত সুচারুরূপে দায়িত্ব পালন করছেন। তাদের সকলের উপর আমাদের অগাধ আস্থা রয়েছে।

এসময় সাবেক ছাত্রনেতৃবৃন্দ তাদের সময়কার বিভিন্ন সাংগঠনিক কাজের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে যান ৷ তারা ছাত্র জমিয়তের তৎপরতাকে দেশব্যাপী আরো গতিশীল করার লক্ষ্যে সবধরণের সহযোগিতা দিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ছাত্র জমিয়ত সভাপতির নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সিনিয়র সহসভাপতি এখলাছুর রহমান, সহসাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমাদুল হক উমামা, প্রশিক্ষণ সম্পাদক রেদওয়ান মাযহারী, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান ইয়ামিন, দপ্তর সম্পাদক কাউছার আহমদ, মাদরাসা বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ, সদস্য হাফেজ মোহা. আব্দুল্লাহ, হাফেজ আব্দুর রহমান নাদীম প্রমুখ।