Home ইসলাম ইউক্রেনীয় সেই নওমুসলিমের ইন্তেকাল: জানুন তার ইসলাম গ্রহণের চমকপ্রদ কাহিনী

ইউক্রেনীয় সেই নওমুসলিমের ইন্তেকাল: জানুন তার ইসলাম গ্রহণের চমকপ্রদ কাহিনী

ইউক্রেনের আলোচিত নওমুসলিম আলহাজ ইসমাইল (ভ্লাদিস্লাভ) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

স্থানীয় সময় গত মঙ্গলবার যুক্ররাষ্ট্রে ৭০ বছর বয়সে তিনি মারা যান। একজন আলোকিত নওমুসলিম হিসেবে নিজ শহর ইউক্রেনের ওডিসায় খুব প্রশংসিত ছিলেন আলহাজ ইসমাইল।

তার ইসলাম গ্রহণের ব্যাপারটি খুব চমকপ্রদ। ইউক্রেনের চেরনিভজি শহরের ইসলামিক সেন্টারের প্রধান ড. হামজা ঈসা আলহাজ ইসমাইলের মুসলিম হওয়ার কাহিনীটি বর্ণনা করেছেন।

ড. হামজা ঈসা বলেন, ‘আজ থেকে ১৫ বছর আগে ভ্লাদিস্লাভ ইসলাম গ্রহণ করে ইসমাইল নাম ধারণ করেন। তখন তিনি ওডিসা বন্দরে নাবিকের কাজ করতেন। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তখন বাধা হয়ে দাঁড়ালেন তার স্ত্রী। শুধু তাই নয়; ইসলাম গ্রহণের সিদ্ধান্ত থেকে সরে না আসায় স্ত্রী তাকে ছেড়ে চলে গেলেন।’

আরও পড়তে পারেন-

ড. হামজা ঈসা জানান, ‘এভাবে দীর্ঘ দিন স্বামীর সাথে অভিমান করে কাটালেন তার স্ত্রী। এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তিনি এবং আশ্চর্যজনকভাবে মৃত্যুর মাত্র তিন দিন আগে স্বামীর প্রতি তার অভিমান ভাঙলো। আর স্ত্রী ইসলাম গ্রহণ করলেন।’

‘এরপর স্ত্রী স্বামী আলহাজ ইসমাইলের কাছে ফিরে আসেন এবং তিন দিন অত্যন্ত সুখ ও ঈমানের সাথে একই ঘরে বসবাস করেন তারা। এরপরই স্ত্রীর ইন্তেকাল হয়।’ এই ঘটনা আজ থেকে ছয় বছর আগে সেপ্টেম্বর মাসের বলে জানান ড. হামজা ঈসা।

তিনি বলেন, ‘স্ত্রীকে ওডিসায় মুসলিমদের একটি কবরস্তানে দাফন করা হয় এবং সেই সেপ্টেম্বরেই স্বামী আলহাজ ইসমাইলও আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করলেন।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর আলহাজ ইসমাইল যুক্তরাষ্ট্রে সন্তানদের কাছে চলে যান এবং এখানেই তার ইন্তেকাল হয়। সন্তানরা ইসলামী রীতি মেনে যুক্তরাষ্ট্রে তাকে দাফন করেন। তবে সন্তানরা এখনো ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেননি।

ড. হামজা ঈসা জানান, ‘ইসলাম গ্রহণের পর থেকেই আলহাজ ইসমাইল অত্যন্ত পরিশীলিত ও ইসলামী মূল্যবোধ বজায় রেখে জীবনযাপন করেছেন। মোটরসাইকেলে চড়ে মসজিদে গিয়ে নিয়মিত নামাজ পড়তেন। মসজিদের প্রহরী ছুটিতে গেলে তিনিই প্রহরার দায়িত্ব পালন করতেন এবং মসজিদেই রাত কাটিয়ে দিতেন। এককথায় চমৎকার এক আলোকিত নওমুসলিম ছিলেন আলহাজ ইসমাইল।’

সূত্র : মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড।

অনুবাদ- বেলায়েত হুসাইন

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।