Home ইসলাম কঠিন কাজের সময় রাসুল (সা.) যে দোয়া করতেন

কঠিন কাজের সময় রাসুল (সা.) যে দোয়া করতেন

আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হলে মুমিনের সব কাজে প্রতিদান রয়েছে। সব কাজে দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা উচিত।  সবকিছু তাঁর ইচ্ছার ওপর নির্ভরশীল। তাই কঠিনকে সহজ করার ক্ষমতা রাখেন তিনি।

অতএব তাঁর কাছেই প্রার্থনা করে সবার সাহায্য চাওয়া উচিত। কঠিন কাজের সময় মহানবী (সা.) একটি দোয়া পড়তে বলতেন। দোয়াটি হলো- 

আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, 

 «اللَّهُمَّ لاَ سَهْلَ إِلاَّ مَا جَعَلْتَهُ سَهْلاً، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلاً»

উচ্চারণ : আল্লাহুম্মা লা সাহলা ইল্লাহ মা জাআলতাহু সাহলা, ওয়া আনতা তাজআলুল হাযনা ইজা শিতা সাহলা।

অর্থ : হে আল্লাহ, আপনি যা করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আপনি ইচ্ছা করলে কঠিনকে সহজ করতে পারেন।  (ইবনে হিব্বান, হাদিস নং : ২৪২৭)

আরও পড়তে পারেন-

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।