Home ধর্মীয় প্রশ্ন-উত্তর কাযা আদায়কালে প্রতিটি রোযার জন্য পৃথক পৃথকভাবে নিয়ত করতে হবে কি?

কাযা আদায়কালে প্রতিটি রোযার জন্য পৃথক পৃথকভাবে নিয়ত করতে হবে কি?

প্রশ্ন: আমার বিগত রমাযানের কয়েকটি রোযা ছুটে গেছে। এখন এক সাথে আদায় করতে চাচ্ছি। তবে নিয়তের বিষয়ে একটি সংশয়ে পড়েছি। প্রতিটি রোযার নিয়ত কি প্রতিদিন ভিন্ন ভিন্ন করে করতে হবে? না কি এক সাথে নিয়ত করে নিলেই চলবে? জানিয়ে বাধিত করবেন।

– মুহাম্মাদ উল্লাহ, ফেনী।

উত্তর: লাগাতার কয়েকটি রোযা আদায় করার ক্ষেত্রে পৃথক পৃথক নিয়ত করাই উত্তম। প্রতিদিন সাহরী খাওয়ার সময় নিয়ত করে নিবেন। মূলত: নিয়ত উচ্চারণ করা আবশ্যক নয়। রোযার উদ্দেশ্যে সাহরী খেলেও রোযার নিয়ত পূর্ণ হয়ে যায়। তবে এক সাথে নিয়ত করে নিলেও চলবে। (তাবয়ীনুল হাকায়েক- ১/৩১৫, ফাতহুল কাদীর- ২/৩১২, ফাতাওয়া হিন্দিয়া- ১/৫৭)।

উত্তর দিয়েছেন- আল্লামা মুফতি জসিমুদ্দীন

মুফতি, মুহাদ্দিস, মুফাসসীর ও সহকারী পরিচালক-
জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

আরও পড়তে পারেন-