Home পরিবার ও সমাজ ভারতীয় টিভি সিরিয়ালের কারণে পারিবারিক-সামাজিক সমস্যা ও অবক্ষয় বাড়ছে: মমতা বন্দোপাধ্যায়

ভারতীয় টিভি সিরিয়ালের কারণে পারিবারিক-সামাজিক সমস্যা ও অবক্ষয় বাড়ছে: মমতা বন্দোপাধ্যায়

উম্মাহ অনলাইন: ভারতীয় চ্যানেলগুলোর বিভিন্ন সিরিয়াল পারিবারিক-সামাজিক মূল্যবোধের অবক্ষয় করছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তৃণমূল নেত্রীর মতে, ভারতীয় সিনেমা এবং বিভিন্ন টিভিতে পরিবেশিত সিরিয়ালের কারণেই সামাজিক সমস্যা বাড়ছে। গত শুক্রবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের কেবল অপারেটরদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় সেখানে টলিউডের একঝাঁক তারকা, পরিচালক ও প্রযোজক উপস্থিত ছিলেন। প্রায় ২৫ হাজার কেবল অপারেটর বৈঠকে অংশ নেন।

মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘আমাদের সিনেমা ও সিরিয়ালে শুধু সমাজের খারাপ দিকটা দেখানো হচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আজকাল লোকে ভালো জিনিস খুব কম গ্রহণ করে। খারাপ জিনিসটা অনেক তাড়াতাড়ি গ্রহণ করে। তাই খারাপ জিনিসটা না দেখানোর চেষ্টা করতে হবে।’

পশ্চিমবঙ্গের বাংলা সিনেমা ও সিরিয়াল জগতের সঙ্গে যুক্ত প্রযোজক ও পরিচালকদের উদ্দেশে তিনি বলেন, ‘সামাজিক গল্প করুন বেশি বেশি করে। সিরিয়ালে এক ঘরে তিন-তিনটে বউ দেখানোর দরকারটা কি?’

সিরিয়ালের গল্প নিয়ে মমতা বলেন, ‘একটা ছেলের বাবা নেই, বাবার পরিচয় নেই। একজনের ঘরে তিন-চারটে বউ, তিন-চারটে কুটুন্তি (কুমন্ত্রণাদাত্রী)। একজন আরেকজনকে বিষ খাইয়ে দিচ্ছে। শাশুড়ি-বউয়ের মধ্যে রোজকার ঝামেলা। এসব খারাপ খারাপ ব্যাপার যারা জানে না, তাদেরও শিখিয়ে দেওয়া হচ্ছে সিরিয়ালের মধ্যমে। এর ফলে সমাজে অনেক সমস্যা তৈরি হচ্ছে। সামজিক অবক্ষয় ঘটছে।’

এদিন তৃণমূল কংগ্রেসের নেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব নিয়েও কথা বলেন। তার মতে, ইউটিউবের মাধ্যমে যা দেখানো হচ্ছে, তা আগেকার লোকে দেখলে আঁতকে উঠত।

অনুষ্ঠানে রাজ্যের কেবল অপারেটরদের স্বাস্থ্যসাথী এবং শ্রম দফতরের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় নিয়ে এসে নিশ্চিত পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

তিনি ১ লক্ষ ৩০ হাজার কেবল টিভি অপারেটরদের পশ্চিমবঙ্গ সরকারের ‘স্বাস্থ্যসাথী’প্রকল্পের আওতায় নিয়ে আসেন। তাদের সামাজিক সুরক্ষা প্রকল্পের সঙ্গে যুক্ত করেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।