Home শীর্ষ সংবাদ বাংলাদেশে সৌদির আরো ৭টি প্রকল্প চালু হবে: রাষ্ট্রদূত দুহাইলান

বাংলাদেশে সৌদির আরো ৭টি প্রকল্প চালু হবে: রাষ্ট্রদূত দুহাইলান

ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, সারা বিশ্বে সৌদি বাদশাহ সালমানের ২৫ হাজার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে ৪৩টি প্রকল্প চালু রয়েছে। আশা করি খুব শিগগিরই আরো সাতটি প্রকল্প শুরু হবে।

মঙ্গলবার (৯ মে) রাজধানী বারিধারায় সৌদি দূতাবাসে খেজুর হস্তান্তর অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

আরও পড়তে পারেন-

মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের সম্মানিত তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বাংলাদেশকে ৭৫ টন খেজুর উপহার দেন।

এসব খেজুর প্রান্তিক মানুষের মধ্যে বিতরণ করা হবে। সৌদি রাষ্ট্রদূত দুহাইলান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক শফিকুর রহমানের কাছে খেজুর হস্তান্তর করেন।

রাষ্ট্রদূত বলেন, বাদশাহ সালমান হিউমেনিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে এই খেজুর উপহার দেয়া হলো। বাংলাদেশ সরকারই সিদ্ধান্ত নেবে কিভাবে এটা বিতরণ করা হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এই খেজুর উপহারের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আমি আশা করি।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।