Home রাজনীতি সরকার ক্ষমতা হারানোর ভয়ে অসমাপ্ত প্রকল্প উদ্বোধন করছে : ডা. ইরান

সরকার ক্ষমতা হারানোর ভয়ে অসমাপ্ত প্রকল্প উদ্বোধন করছে : ডা. ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘বিনাভোটের সরকার জনগণ ও আন্তর্জাতিক গণতন্ত্রকামী উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ক্ষমতার হারানোর সিগনাল পেয়ে গেছে। তাই সরকার তাড়াহুড়া করে অসমাপ্ত মেগা প্রকল্প সমূহ উদ্বোধনের নাটক করছে।’

সোমবার বিকেল ৩টায় পুরানা পল্টনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসায় বিদেশ প্রেরণসহ একদফা দাবিতে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. ইরান বলেন, ‘সরকার খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা নিয়ে নোংরা রাজনীতি করছে। প্রত্যেক নাগরিকের চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে সুযোগ না দেয়া নিষ্ঠুরতা ও মানবতাবিরোধী অপরাধের সামিল। সুচিকিৎসা থেকে বঞ্চিত করে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে, এতে খালেদা জিয়ার মৃত্যু হলে সরকারকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সরকারের অজ্ঞাবহ দলবাজ দিয়ে দলীয়করণ করা হয়েছে। বিগত ১৫ বছরে কিছু ইট-পাথরের স্থাপনা ছাড়া সরকারের কোনো অর্জন নেই। এসব ইট-পাথরের অবকাঠামো নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে।’

আরও পড়তে পারেন-

ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, মানবাধিকার সংরক্ষন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম সিয়াম, আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী, মোহাম্মদ রুম্মান সিকদার, অর্থ সম্পাদক রাসেল সিকদার লিটন, কেন্দ্রীয় সদস্য নাসির উদ্দিন তালুকদার, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো: মিলন, প্রচার সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।