Home আন্তর্জাতিক গাজায় ‘গোরস্থানেও জায়গা নেই’

গাজায় ‘গোরস্থানেও জায়গা নেই’

ছবি: আনাদলু এজেন্সি।

গাজার আল আকসা হাসপাতাল থেকে আল জাজিরার স্থানীয় প্রতিবেদক হিশাম জাকৌত জানিয়েছেন, ইসরায়েলের লাগাতার আক্রমণের মধ্যে সেখানে নিহতদের গোর দেওয়াও দিনকে দিন কঠিন হয়ে পড়ছে।

গত অক্টোবরের পর থেকে প্রায় ১০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ফলে গাজা উপত্যকার মতো ছোট্ট ভুখণ্ডের কবরস্থানগুলো ভরে গেছে। অর্থাৎ, নেই নতুন কবরের জায়গা।

প্রতিনিয়ত এত মানুষের মৃত্যু হচ্ছে, তার সাথে চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা, এরমধ্যে জানাজার নামাজ, দাফন-কাফন সাড়তে হচ্ছে যথাসম্ভব সংক্ষেপে। হামলায় নিহতদের পরিচয় শনাক্তের উপায়ও থাকছে না বেশিরভাগ ক্ষেত্রেই।

অনেক নিহতকেই দাফন করা হয়েছে, যাদের শেষকৃত্যে পরিবারের কোন সদস্যই উপস্থিত থাকতে পারেননি।

সূত্র- আল জাজিরা।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

আরও পড়তে পারেন-