Home আন্তর্জাতিক কাবা শরিফ ও মসজিদে নববীতে বিয়ের অনুমতি দিলো সৌদি

কাবা শরিফ ও মসজিদে নববীতে বিয়ের অনুমতি দিলো সৌদি

-ফাইল ছবি।

এখন মক্কা ও মদিনায় সবচেয়ে পবিত্র দুটি ইসলামিক স্থানে বিবাহ পড়ানোর (নিকাহ) সম্পাদনের অনুমতি দিয়েছে সৌদি আরব। হজযাত্রী ও দর্শনার্থীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। স্থান দুটি হলো পবিত্র কাবা শরিফ অর্থাৎ মসজিদ আল-হারাম এবং মসজিদে নববী।

শনিবার সৌদি-ভিত্তিক দৈনিক আল ওয়াতান এ তথ্য জানিয়েছেন।

আল ওয়াতান জানায়, পবিত্র মক্কা ও মদিনায় স্বস্তিতে যেন বিয়ে পড়ানো যায়, তার জন্য এই উদ্যোগ নিয়েছে সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয়।

আরও পড়তে পারেন-

বিশেষজ্ঞরা এই উদ্যোগটিকে উভয় অবস্থানের পবিত্রতা বিবেচনা করে সম্মানজনকভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যতিক্রমী পদ্ধতির উদ্ভাবনের সুযোগ হিসেবে দেখছেন।

মাসুদ আল জাবরি নামের সৌদির এক বিবাহ কর্মকর্তা জানিয়েছেন, মসজিদে বিয়ের ক্ষেত্রে ইসলামে অনুমতি আছে। মহানবী হযরত মোহাম্মদ সা. একবার এক সহযোগীর বিয়ে মসজিদে পড়িয়েছিলেন।

মসজিদে নববী অথবা কাবা শরিফে যারা বিয়ে পড়াতে আসবেন তাদের কিছু নিয়মকানুন মানতে হবে বলে জানান মাসুদ আল জাবরি।

তিনি বলেন, জোরে শব্দ করে মুসল্লিদের বিভ্রান্ত করা যাবে না। মসজিদগুলোর পবিত্রতা রক্ষা করতে হবে এবং অতিরিক্ত পরিমাণে কফি, মিষ্টি বা অন্য কোনো খাবার আনা থেকে বিরত থাকাও গরুত্বপূর্ণ।

সূত্র : দি ইসলামিক ইনফরমেশন

উম্মাহ২৪ডটকম: এসএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।